যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা। সরকার প্রধান শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্নপূরণে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি রোববার দুপুরে শার্শার ডিহি ইউনিয়নের পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চতুর্থ তলা ভবন উদ্বোধন ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বক্তৃতা করেন। ছাত্রছাত্রীদের মধ্যে বক্তৃতা করেন হাসিব উদ্দিন, সাদিয়া ইসলাম ও হুপাবান জারিয়া। মানপত্র পাঠ করেন তাহেরা খাতুন। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আল ইসলাম।
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে সোনার বাংলা করা -শেখ আফিল উদ্দিন, এমপি
-
যশোর অফিস।।
- প্রকাশের সময় : ১০:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
- ১৮
জনপ্রিয়