বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’

দেশীয় ফ্যাশন নিয়ে কাজ করছে স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। তরুণদের কথা মাথায় রেখে নতুন একটি সাব-ব্র্যান্ড ‘ঢেউ’ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর পাঁচতারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটি আত্মপ্রকাশ করে।

মূলত ফ্যাশনিস্তা তরুণদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে পোশাক। ওয়েস্টার্ন কালেকশনের সমন্বয়ে ‘ঢেউ’কে সাজানো হয়েছে পুরোপুরি ভিন্নভাবে। দেশে অনেক ব্র্যান্ড ওয়েস্টার্ন পোশাক নিয়ে কাজ করলেও এই প্রথম শুধু তরুণদের ট্রেন্ডি কালেকশন নিয়ে নিউ ব্র্যান্ড আনল সারা। বর্তমান সময়ে নতুন প্রজন্মের অনেকেই পশ্চিমা ফ্যাশনের প্রতি ঝুঁকছেন। সেসব তরুণ-তরুণীর রুচিশীলতাকে কেন্দ্র করে সম্পূর্ণ পশ্চিমা ধাঁচে প্রস্তুত করা হয়েছে ‘ঢেউ’-এর কালেকশন। ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করা হয়েছে। অন্যান্য পোশাকের চেয়ে ‘ঢেউ’-এর ভিন্নতা হচ্ছে এর কাস্টমাইজড ফেব্রিক ও প্যাটার্নের বৈচিত্র্য। এই পোশাকগুলো সিল্ক, কটন, নিট ও ডেনিম কাপড়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এরইমধ্যে ‘সারা’ নতুন ব্র্যান্ডকে সংযোজন করে সব আউটলেটকে নতুন করে সাজিয়েছে। ভবিষ্যতে ‘সারা’র সব আউটলেটে ‘ঢেউ’-এর জন্য থাকবে আলাদা কর্নার।

তারুণ্য মানেই ঢেউয়ের মতো প্রাণশক্তিতে ভরপুর। আর তারুণ্যের প্রাণশক্তিকে ফ্যাশনে রূপ দিতে কাজ করবে ‘ঢেউ’। স্নোটেক্সের প্রায় ২০ বছরের বেশি সময়ের পোশাকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সারা লাইফস্টাইল লিমিটেড নতুন এই ব্র্যান্ডটিকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পা রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ‘ঢেউ’য়ের সংগ্রহে পুরুষদের জন্য আছে ডেনিম শার্ট, করড শার্ট, কটন শার্ট, প্রিন্টেড শার্ট, ক্যাজুয়াল শার্ট, নরমাল টি-শার্ট ও ওভারসাইজড টি-শার্ট। আরও আছে ডেনিম প্যান্ট, এমব্রয়ডারি প্যান্ট, জগার্স প্যান্ট, কারগো প্যান্ট ও শর্ট প্যান্ট। এ ছাড়া মিলবে জ্যাকেটও।

ফ্যাশনিস্তা নারীদের জন্য ‘ঢেউ’য়ের সংগ্রহে মিলবে ফ্যাশন টপস, মিডি ড্রেস, শর্ট শার্ট, ওয়েস্টার্ন শার্ট, অফ শোল্ডার শার্ট ও অফ শোল্ডার টপ্স। এ ছাড়া লং টপস, শর্ট টপস, টু পিস, বডিকন, স্লিট গাউন, নরমাল গাউন, স্কার্ট, ক্রপ টপ লেডিস প্যান্ট ও ব্লেজার। পোশাকগুলো কিনতে পারবেন ৭৫০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত। সব বয়সি নারী তাদের রুচি অনুযায়ী ক্যারি করতে পারবেন পোশাকগুলো।

জনপ্রিয়

স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’

প্রকাশের সময় : ০২:৫১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩

দেশীয় ফ্যাশন নিয়ে কাজ করছে স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। তরুণদের কথা মাথায় রেখে নতুন একটি সাব-ব্র্যান্ড ‘ঢেউ’ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর পাঁচতারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটি আত্মপ্রকাশ করে।

মূলত ফ্যাশনিস্তা তরুণদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে পোশাক। ওয়েস্টার্ন কালেকশনের সমন্বয়ে ‘ঢেউ’কে সাজানো হয়েছে পুরোপুরি ভিন্নভাবে। দেশে অনেক ব্র্যান্ড ওয়েস্টার্ন পোশাক নিয়ে কাজ করলেও এই প্রথম শুধু তরুণদের ট্রেন্ডি কালেকশন নিয়ে নিউ ব্র্যান্ড আনল সারা। বর্তমান সময়ে নতুন প্রজন্মের অনেকেই পশ্চিমা ফ্যাশনের প্রতি ঝুঁকছেন। সেসব তরুণ-তরুণীর রুচিশীলতাকে কেন্দ্র করে সম্পূর্ণ পশ্চিমা ধাঁচে প্রস্তুত করা হয়েছে ‘ঢেউ’-এর কালেকশন। ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করা হয়েছে। অন্যান্য পোশাকের চেয়ে ‘ঢেউ’-এর ভিন্নতা হচ্ছে এর কাস্টমাইজড ফেব্রিক ও প্যাটার্নের বৈচিত্র্য। এই পোশাকগুলো সিল্ক, কটন, নিট ও ডেনিম কাপড়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এরইমধ্যে ‘সারা’ নতুন ব্র্যান্ডকে সংযোজন করে সব আউটলেটকে নতুন করে সাজিয়েছে। ভবিষ্যতে ‘সারা’র সব আউটলেটে ‘ঢেউ’-এর জন্য থাকবে আলাদা কর্নার।

তারুণ্য মানেই ঢেউয়ের মতো প্রাণশক্তিতে ভরপুর। আর তারুণ্যের প্রাণশক্তিকে ফ্যাশনে রূপ দিতে কাজ করবে ‘ঢেউ’। স্নোটেক্সের প্রায় ২০ বছরের বেশি সময়ের পোশাকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সারা লাইফস্টাইল লিমিটেড নতুন এই ব্র্যান্ডটিকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পা রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ‘ঢেউ’য়ের সংগ্রহে পুরুষদের জন্য আছে ডেনিম শার্ট, করড শার্ট, কটন শার্ট, প্রিন্টেড শার্ট, ক্যাজুয়াল শার্ট, নরমাল টি-শার্ট ও ওভারসাইজড টি-শার্ট। আরও আছে ডেনিম প্যান্ট, এমব্রয়ডারি প্যান্ট, জগার্স প্যান্ট, কারগো প্যান্ট ও শর্ট প্যান্ট। এ ছাড়া মিলবে জ্যাকেটও।

ফ্যাশনিস্তা নারীদের জন্য ‘ঢেউ’য়ের সংগ্রহে মিলবে ফ্যাশন টপস, মিডি ড্রেস, শর্ট শার্ট, ওয়েস্টার্ন শার্ট, অফ শোল্ডার শার্ট ও অফ শোল্ডার টপ্স। এ ছাড়া লং টপস, শর্ট টপস, টু পিস, বডিকন, স্লিট গাউন, নরমাল গাউন, স্কার্ট, ক্রপ টপ লেডিস প্যান্ট ও ব্লেজার। পোশাকগুলো কিনতে পারবেন ৭৫০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত। সব বয়সি নারী তাদের রুচি অনুযায়ী ক্যারি করতে পারবেন পোশাকগুলো।