
কুকুরটি এতোই বিশ্বস্ত ছিলো যে,মহিলা প্রায় ই তার বাচ্চা কে কুকুরটির সাথে একা বাসায় রেখে টুকটাক কাজ সেরে আসতেন এবং ফেরার পর প্রতিবার ই উনি দেখতে পেতেন বাচ্চাটি কুকুরটির সাথে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এমনই একদিন উনি নিজের বাচ্চাকে তার বিশ্বস্ত কুকুরটির কাছে রেখে shopping করতে গেলেন...
Shopping সেরে বাসায় ফেরার পর সে দেখতে পায় এক বীভৎস দৃশ্য...সে দেখতে পায়,তার পুরো বাসা লণ্ডভণ্ড হয়ে আছে,বাচ্চাটি ও তার নিজের খাটে নেই এবং বাচ্চার diaper ও কাপড়-চোপড় ছিন্নভিন্ন হয়ে সারা বাসায় ছড়িয়ে আছে আর floor এর জায়গায় জায়গায় লেগে আছে রক্তের ছোপ ছোপ দাগ।
প্রচণ্ড আতঙ্কে মহিলাটি তার বাচ্চা কে হন্যে হয়ে খুঁজতে শুরু করেন। ঠিক তখন ই সে তার সে বিশ্বস্ত কুকুরটি কে খাটের নিচ থেকে বের হতে দেখতে পায়। তার সারা মুখ রক্তে মাখা ছিল। রক্ত তার মুখ বেয়ে বেয়ে এমনভাবে পড়ছিলো যেনো,এখনই কোনো প্রিয় সুস্বাদু খাবার খাওয়া শেষ করে উঠল সে।
মহিলাটির আর বুঝতে বাকি রইলো না যে,কুকুরটি তার বাচ্চা কে খেয়ে ফেলেছে। দ্বিতীয় কোনো চিন্তা না করে,সে তার কুকুরটি কে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। এরপর সে খুঁজতে থাকে তার বাচ্চার শরীরের কোনো অংশ আদৌ বাকি আছে কিনা আর তখন ই সে আবিষ্কার করে আরেক অবাক করা দৃশ্য...
সে দেখতে পায় বিছানার ওপাশেই carpet এর উপর তার বাচ্চা টি খেলা করছে সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই। তারপর বিছানার নিচে তাকাতেই মহিলাটি আবিষ্কার করে,সেখানে পড়ে আছে একটি সাপের ছিন্নভিন্ন শরীর।
মূলত ওখানে সাপটির সাথে কুকুরটির যুদ্ধ হচ্ছিল। বিশ্বস্ত কুকুরটি তার বাচ্চা কে বাঁচাতে তার সর্বশক্তি দিয়ে সাপটি কে প্রতিহত করেছিল। মহিলাটি সবকিছু বুঝতে পারলেও ততক্ষণে অনেক দেরী হয়ে যায়। তার ধৈর্যহীনতা ও সর্বগ্রাসী ক্রোধ ততক্ষণে তার কাছ থেকে কেড়ে নিয়েছে তার সবথেকে বিশ্বস্ত বন্ধু কে।
এই সত্য ঘটনাটি একটি পোষা কুকুরের সাথে ঘটলেও,এমন ভুল কি আমাদেরও আমাদের আপনজনদের সাথে হয়ে যায় না? তাই পরিস্থিতি বিচার করার জন্য সর্বদা ধৈর্য ধরুন এবং অহেতুক ভুলগুলি এড়ান যাতে আমাদের নিজের ভুলে আমরা আমাদের এমন কোনো আপনজন কে আর হারিয়ে না ফেলি।
Source:প্যাট্রিক গিলবার্ট
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho