
অধিকৃত পশ্চিমতীরে একটি শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরাইলি বাহিনীর হাতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আটক হয়েছেন আরও তিনজন।
তিনি বলেন, জেরিকো শহরের কাছে আকবাত জাবর শরণার্থী শিবিরে তাদের অনুপ্রবেশের সময় ইসরাইলি বাহিনীর হাতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানান, শরণার্থী শিবিরে ফিলিস্তিনি ও ইসরাইলি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
তারা আরও জানান, অনুপ্রবেশের সময় শরণার্থী শিবির থেকে ইসরাইলি বাহিনী অন্তত তিনজন ফিলিস্তিনিকে আটক করেছে।
এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ ইসরাইলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের জন্য শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, ফিলিস্তিনিরা ইসরাইলি দখলদারত্বের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে এবং ফিলিস্তিনিদের হত্যার ভয়াবহ পরিণতি ইসরাইলি দখলদারিত্বে পরিণত হবে।
সূত্র: ইয়েনি শাফাক
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho