
আসছে মার্চে শুরু হতে যাচ্ছে উইমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) বা নারী আইপিএলের প্রথম আসর। বাংলাদেশের ৯ ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির নিলামে জায়গা পেয়েছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নিলাম। ৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে নারী আইপিএলের প্রথম সংস্করণ।
বাংলাদেশের যে ৯ জন চূড়ান্ত তালিকায় রয়েছেন, তারা হলেন— সালমা খাতুন, স্বর্ণা আক্তার, জাহানারা আলম, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মন্ডল, ঋতু মনি, সোবহানা মোশতারি ও নিগার সুলাতানা। তাদের মধ্যে সালমা ও রুমানার ভিত্তিমূল্য সবচেয়ে বেশি, ৪০ লাখ রুপি করে। এ ছাড়া স্বর্ণা আক্তারের ভিত্তিমূল্য ২০ লাখ রুপি। বাকি ৬ ক্রিকেটারের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি করে।
পাঁচ ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ দিল্লি, মুম্বাই, গুজরাট, ব্যাঙ্গালুরু ও লখনৌ । মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য নিলাম অনুষ্ঠানে প্লেয়ার কেনার প্রতিযোগিতায় থাকবে। প্রথমবারের মতো হতে চলা উইমেন্স প্রিমিয়ার লিগে সব মিলিয়ে ম্যাচ হবে ২২টি। মুম্বাইয়ের ব্রাবোর্ন এবং ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এসব ম্যাচ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho