প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৩, ৬:০৫ পি.এম
ইকো-পাঠশালার শিক্ষার মান, পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভাল -ঠাকুরগাঁও জেলা প্রশাসক

জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান বলেছেন, ইকো-পাঠশালার শিক্ষার পরিবেশ, মান এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভাল। যে প্রতিষ্ঠানে লেখাপাড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাস্কৃতিক কর্মকান্ড যত বেশি থাকবে, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধা ও মনন বিকাশে তত অগ্রসর থাকবে। ইকো-পাঠশালাও এই ধরণের একটি প্রতিষ্ঠান যেখানে অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে কিছুটা স্বস্তির মধ্যে থাকে। তিনি বুধবার বিকেলে ইকো-পাঠশালা এন্ড কলেজ মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপাড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত থাকতে হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অব:) মো: আখতারুজ্জামান, কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড.মুহম্মদ শহীদ উজ জামান, মহিলা কল্যাণ কাবের সভা নেত্রী জান্নাতুন ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলা উদ্দিন আল আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রমুখ। সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho