বিশ্ব ভালোবাসা দিবসে সারা বিশ্বের কোটি কোটি প্রেমিক যুগলের জন্য পরম আকাঙ্ক্ষিত একটি দিন। প্রেমিক-প্রেমিকারা এই দিনটিকে ঘিরে সারা বছর জুড়েই কল্পনার জগৎ সাজাতে থাকেন। এ থেকে বাদ জান না অভিনেতা-অভিনেত্রীরাও।
মঙ্গলবার একটা ছোট্ট আস্ক এরআরকে সেশন করলেন কিং খান শাহরুখ খান। প্রেম দিবসের দিন এসকে আস্ক এরআরকে সেশন নিয়ে টুইটারে এসেছিলেন শাহরুখ খান। যেখানে ছবির জন্য নতুন অফার এলে কী করেন থেকে শুরু করে ভালোবাসা দিবস নিয়ে ভক্তদের একাধিক প্রশ্নের জবাব দেন। কথা বললেন রাজকুমার হিরানির ডাঙ্কি নিয়েও। সঙ্গে আয়ুষ্মান খুরানাকে শুভেচ্ছা জানান তার ‘ড্রিম গার্ল ২’-এর জন্য।
আস্কতে এক ভক্ত শাহরুখের কাছে জানতে চান- ‘প্রথম ভ্যালেন্টাইনস ডেতে কী উপহার দিয়েছিলেন আপনি গৌরি ম্যামকে?’ তার জবাবে কিং খান লিখলেন- ‘আমার যদি ঠিকভাবে মনে থাকে, যদিও ৩৫ বছর হয়ে গেছে, তা হলে একটা গোলাপি রঙের প্লাস্টিকের কানের দুল।’
১৯৯১ সালে গৌরিকে বিয়ে করেন শাহরুখ। তখন সবে কাজ করছেন টিভিতে, প্রথম ছবিও আসেনি বাজারে। কেরিয়ারের সব ওঠাপড়ায় বরের পাশে ঢাল হয়ে থেকেছেন তিনি। বিয়ের ৬ বছর পর ১৯৯৭ সালে জন্ম হয় বড় ছেলে আরিয়ানের। ঠিক তার তিন বছর পর ২০০০ সালে জন্ম সুহানার। ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রাহামের।
আরেক ভক্ত আবার মজার ছলে শাহরুখের কাছে প্রশ্ন রাখেন, ‘পাঠানের অ্যাবস কি এখনো আছে স্যার? নাকি বাটার চিকেন সব নষ্ট করে দিয়েছে।’ তাতে এসআরকের জবাব, ‘আমার বেবি টাইগার শ্রফ যেমন বলেছে, অন্যদের আসে না। আর আমার যেতে চায় না।’
একজন ডাঙ্কি ছবিতে রাজকুমার হিরানির সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে শাহরুখ জবাব দেন, ‘ওর সঙ্গে কাজ করা একটা স্বপ্নের মতো। অনেক কিছু শিখেছি। আমি সত্যিই ভাগ্যবান আর সে খুব মজাদার।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho