
ওয়ানডে স্টাইলে ব্যাট করে ইংল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করেছে ৩২৫ রানে, ৯ উইকেটে। ৩২৫ রান তুলতে তাদের খেলতে হয়েছে ৫৮.২ ওভার। ইংলিশদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রসী ব্যাটিং করেন বেন ডাকেট। এই ওপেনার ৬৮ বলে করেন ৮৪ রান। তার ‘টি-টোয়েন্টিসুলভ’ ইনিংসে ছিল ১৪টি চারের মার। আরেক ওপেনার জ্যাক ক্রলি আউট হন মাত্র ৪ রানে।
অলি পোপ ও জো রুট অবশ্য টেস্ট মেজাজেই খেলার চেষ্টা করেন। পোপ ৪২ রান করলেও রুট খুব বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। সাবেক অধিনায়ক আউট হন ১৪ রানে। দলপতি স্টোকস ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তাণ্ডব চালান হ্যারি ব্রুক। সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থাকতে নেইল ওয়েগনারের শিকার হন তিনি। তার ৮১ বলে ৮৯ রানের ইনিংসে ছিল ১৫টি চার ও একটি ছয়ের মার।
ব্রুক আউট হন দলীয় ২৯৮ রানে। ৭ রানের মাথায় আউট হন স্টুয়ার্ট ব্রড। বিদায় নেন বেন ফোকসও। ফোকস ৫৬ বলে করেন ৩৮ রান। এরপর অলি রবিনসন আবার ওয়ানডে মেজাজ দেখান কিউই বোলারদের। ১১ বলে ১৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ওয়েগনার। ২টি করে উইকেট পান টিম সাউদি ও কুজেলিন। টিকনার পান এক উইকেট।
জবাব দিতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ রান নিয়ে ব্যাট করছে নিউজিল্যান্ড। কোনো উইকেট না হারানো কিউইরা এখনও পিছিয়ে আছে ৩১৭ রানে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho