
যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে মায়ের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট-ছোট শিক্ষাথীদের জীবনের প্রথম শিক্ষক। শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই শিক্ষা লাভ করে থাকে। তাই আমাদের শিক্ষক নিয়োগ নীতিমালায় ৬০ ভাগ নারী নিয়োগ বিধান রাখা হয়েছে। আমাদের কর্মপরিকল্পনার মধ্যে মায়েদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা’ এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় শার্শার নাভারণ মহিলা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মা সমাবেশ ও নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু সমাবেশে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন আরো বলেন, মায়েরা যত উন্নতভাবে সন্তান পরিচালনা করবে, শিশুরা তত ভালোভাবে বেড়ে উঠবে। শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের উপরও জোর দিতে হবে। শুধু ভালো ছাত্র/ছাত্রী হলে চলবেনা, একই সাথে শিশুদের ভালো মানুষ হতে হবে। এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা প্রধান। তাই আমরা শিক্ষায় মা সমাবেশকে গুরুত্ব দিয়েছি।
তিনি আরো বলেন, ‘মায়ের কাছে সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি সন্তানের নিকট মা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। একজন সচেতন শিক্ষিত মা পারেন, একটি সুশিক্ষিত সন্তান তৈরি করতে। একজন শিক্ষার্থী তার শ্রেষ্ঠ শিক্ষাটি পেয়ে থাকে তার পরিবার থেকে। পরবর্তী শিক্ষার যত স্তর রয়েছে, তা জীবন-জীবিকা নির্ভর শিক্ষা। তাই একটি শিশুকে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ভবিষ্যতের শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেকটি মাকে এগিয়ে আসতে হবে।’
এ সময় আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী হাফিজুর রহমান, শিক্ষানুরাগী আলহাজ ওয়াহিদুজ্জামান ওহিদ, আলহাজ মোরাদ হোসেন, প্রধান শিক্ষক আলেয়া পারভিন, লায়লা আফরোজ বানু, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সরদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho