
যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, খেলাধূলার বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো করছে আমাদের মেয়েরা। তারা হ্যান্ডবলে দারুণ করছে। শুধু হ্যান্ডবলই নয়, কিছু দিন আগে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটেও খুব ভালো করেছে। নারী হ্যান্ডবল প্রতিযোগিতার মতো এত বড় একটি ইভেন্ট যশোরে হওয়ায় আমরা গর্ববোধ করছি। দেশের প্রথিতযশা অনেক খেলোয়াড় এখানে আসছেন, যারা নিজ নিজ ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
যশোরে এক্সিম ব্যাংক ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের ৩টি মাঠে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি নুরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির ও হ্যান্ডবল পরিষদের সম্পাদক হিমাদ্রি সাহা মনি।
প্রতিযোগিতায় দুইটি সার্ভিসেস টিম বাংলাদেশ পুলিশ ও আনসারসহ ১৪ টি দল অংশ গ্রহণ করবে। আগামী ২০ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতার প্রথম দিনের মাঠে লড়াইয়ে বাংলাদেশ আনসার ৩৫-১ গোলে হবিগঞ্জ জেলাকে পরাজিত করে। পঞ্চগড় তাদের প্রথম ম্যাচে নড়াইল জেলাকে ১৫-৭ ও দ্বিতীয় ম্যাচে রংপুর জেলাকে ২৯-৭ গোলে পরাজিত পরের রাউন্ড নিশ্চিত করেছে।
ফরিদপুর জেলাও দুই জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। তারা প্রথম খেলায় রংপুর জেলা ৯-৫ গোলে এবং দ্বিতীয় ম্যাচে নড়াইল জেলা ৯-১ গোলে পরাজিত করে। বাংলাদেশ পুলিশও এদিন দুই ম্যাচেই জয় তুলে নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে। তারা প্রথম ম্যাচে দিনাজপুর জেলাকে ২৭-৪ গোলে এবং পরের ম্যাচে মাদারিপুর জেলাকে ১৮-৬ গোলে পরাজিত করে।
এদিকে স্বাগতিক যশোর প্রথম ম্যাচে জামালপুরের কাছে পরাজিত হয় ৬-১৮ গোলে। দ্বিতীয় ম্যাচে ঢাকার কাছে ১৫-১ গোলে হেরে বিদায় নিয়েছে।
এছাড়া নওগাঁ ২৪-১ গোলে হবিগঞ্জ জেলাকে ও বাগেরহাট ১১-৫ গোলে পরাজিত করে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho