
যুক্তরাষ্ট্রের ছোট্ট শহর মিসিসিপিতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। নিহতদের মধ্যে বন্দুকধারীর সাবেক স্ত্রীও রয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, গোলাগুলির ঘটনার পর নিহত তিন ব্যক্তিকে দুটি বাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। অন্যদের দোকান, গাড়ি ও রাস্তায় পাওয়া যায়।
এ ব্যাপারে টেট কাউন্টির শেরিফ ব্র্যাড ল্যান্স জানান, শুক্রবার বন্দুকধারীরা একটি দোকানে প্রবেশ করে একজনকে গুলি করে। এরপর কাছের একটি বাড়িতে প্রবেশ করে সেখানে একজন নারীকে গুলি করে হত্যা করে। এ সময় তার স্বামী আহত হয়েছেন।
তিনি জানান, তার সহকর্মীরা একটি গাড়ির ভেতর সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখে তাকে ধাওয়া করে আটক করেন।
সবশেষ আদমশুমারির তথ্য অনুসারে মিসিসিপি অঙ্গরাজ্যের আরকাবুতলা শহরে জনসংখ্যা ৩০০ জনেরও কম। হামলার ঘটনায় মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho