
ব্যক্তিগত সফরে বাংলাদেশে আসছেন ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসবেন তিনি।জানা গেছে, আইসিআইসিআই ব্যাংকের প্রমোশন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসছেন তিনি। ক্রিকেটের বাইরে ব্যক্তিগত কাজ বলেই ধরে নেয়া হচ্ছে সৌরভের এ সফরকে।
দীর্ঘদিন বিসিসিআই সভাপতির দায়িত্বে ছিলেন ভারতের সাবেক এ অধিনায়ক। গত বছরের অক্টোবরে দায়িত্ব ছেড়ে দেন তিনি। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের পরিচালক হন কলকাতার দাদা খ্যাত সৌরভ।
২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারত দলের নেতৃত্বে ছিলেন সৌরভ। ২০১৯ সালে ভারতের প্রথম গোলাপি বলের টেস্টে ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে আমন্ত্রণ জানান সৌরভ। ইডেনের সে ম্যাচে বাংলাদেশের অভিষেক টেস্টের ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। নাইমুর রহমান দুর্জয়রা উপস্থিত ছিলেন সেখানে।
বিভিন্ন সময় বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে পরামর্শ ও মন্তব্য করে থাকেন সৌরভ। এবার বাংলাদেশ সফরে ক্রিকেটীয় কোনো আয়োজন হচ্ছে কি না তা অবশ্য জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho