
সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুইজন ভালো বন্ধু, দেশের ক্রিকেট পাড়ায় এমন সুখ্যাতিই ছিল। কিন্তু তাদের সেই সম্পর্কে ফাটল ধরেছে। বন্ধু থেকে দুজনে হয়ে গেছেন শত্রু। যে কারণে জাতীয় দলে গ্রুপিংও নাকি হচ্ছে। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ড্রেসিংরুপের পরিবেশ স্বাস্থ্যকর নয়। দুজনের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করেছিলাম। কিন্তু এটা বেশ কঠিন। আমরা চাই না তাদের মধ্যে দুরত্ব কিংবা সমস্যা মাঠে কোনো প্রভাব ফেলুক। যদিও তারা নিশ্চয়তা দিয়েছে এমন কিছু হবে না।
বিসিবি সভাপতি আরও বলেন, মাঠে তাদের মধ্যে কথা হওয়াটা জরুরি। ড্রেসিংরুমের আবহটা খুব বাজে। এই সিরিজ থেকে আমি পরিবর্তন চাই, অন্তত ড্রেসিংরুমে। বাইরে তারা কি করবে সেটা আমার দেখার বিষয় না।
নাজমুল হাসান আরও বলেন, বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্রুপিং। আমি সবসময় এই ব্যাপারটা ভয় পাই। বিশ্বকাপে আমি টিম হোটেলে না থেকেও গ্রুপিং দেখেছি এবং জেনেছি। সঙ্গে অবাক হয়েছি। ভালো ভবিষ্যতের জন্য এটা বন্ধ করতেই হবে।
অথচ তিন বছর আগে বটবৃক্ষের মতো দলের ওপর ছায়া হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। বাদ পড়তেই অন্তর্কোন্দলে মেতেছে বাকিরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho