প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৩, ৭:৫৭ পি.এম
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের সন্মাননা প্রদান

২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্যদের সন্তান, কৃতী ছাত্র-ছাত্রীদের জন্য চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড'র পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়।
গতকাল ২৫ শে ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নন্দন কাননস্থ এর এফ পুলিশ প্লাজার সংগঠনের প্রধান কার্যালয়ের হল রুমে ক্লাবের প্রবাসী সদস্যদের সার্বিক সহযোগিতায় এই সম্মাননা ও বৃত্তিপ্রধান করা হয়। চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি'র সভাপতিত্বে, কে এম সোলাইমান বাদশা ও মোঃ ছৈয়দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে দেশে অবস্থানরত ক্লাবের প্রবাসী প্রতিনিধি, সদস্য কে এম কমর উদ্দিন, সোহেল সিকদার,মোঃ শাহাদাত হোসেন,জসিম কুসুমপুরী,মোঃ কামাল, এহাসানুল হক বাবু,জামাল উদ্দিন বাদশা, আলী মোঃ জিয়া, হাজী আবুল কাশেম, মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী,আলী আহমদ সহ সদস্যদের পরিবারের অভিভাবক ও সদস্যবৃন্দ। অনুষ্ঠান কোরআন তেলাওয়াত করেন মাওলানা জিন্নাত বেলাল।
ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন প্রবাসী বীর রেমিটেন্স যোদ্ধারা এই দেশের অর্থনীতির মুল চালিকাশক্তি আর তাদের এই সন্তানরা সুশিক্ষিত হয়ে একদিন এই দেশের অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ পেশায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
অতীতের মতো আগামীতেও প্রবাসীদের দু: সময়ের ভরসাস্থল সব সময় অসহায় প্রবাসী সদস্য ও তাদের পরিবারের পাশে থাকা এই সংগঠন প্রবাসীদের জন্য ভুমিকা রেখে যাবে।
অনুষ্ঠান শেষে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রবাসী ক্লাবের সদস্যদের সন্তানদের মাঝে সন্মাননা ক্রেষ্ট,সনদ পত্র ও প্রাইজবন্ড তুলে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho