
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৫ সালের মধ্যে দেশের প্রতিটি ক্লাসরুমগুলোকে ডিজিটালাইজড করা হবে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে আয়োজিত ‘মেধাবীর সুপারনোভা’ ও ‘কিডস ব্রেইন বিল্ডার’ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের শিক্ষাকে আমরা আনন্দময় করতে চাই। তাহলে শিশুরা আনন্দের সঙ্গে শিখবে এবং সেই শিক্ষাটা মনে থাকবে। তবে তাদেরকে ভয় দেখিয়ে শেখানো যাবে না।
তিনি বলেন, পাহাড়, হাওর এলাকাগুলোতে শিক্ষক পাওয়া যায় না। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হওয়ায় এখন সবজায়গায় ইন্টারনেট পৌঁছে গেছে। যে কারণে এখন আর ক্লাসে শিক্ষক না থাকলেও সমস্যা হবে না। শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমেই সব শিখে ফেলতে পারবে।
দীপু মনি বলেন, আমাদের এখন হাতে হাতে মোবাইল ফোন। ইন্টারনেট গ্রাহক ১৩ কোটির মতো। আমরা এখন সারাক্ষণ ডিভাইস নিয়ে বসে থাকছি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো কোনো কাজে লাগছে না, সেগুলো দেখে সময় নষ্ট হচ্ছে, আমাদের ব্রেইন অবসাদ হয়ে পড়ছে। এমনটা করা যাবে না। এটা একধরনের আসক্তি।
তিনি বলেন, যদি এই ডিভাইসের মাধ্যমে কিছু শেখা যায়, নিজের ব্রেইন ডেভেলপ হয়, পড়াশোনা করা যায়, তাহলে সেটা আসক্তি না। এক্ষেত্রে কোনো অ্যাপ যেন আমাদের আসক্তির দিকে নিয়ে না যায়, সেটা আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho