সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

নারীআসনে মনোনয়ন পেলেন জাসদের সভাপতি ইনুর স্ত্রী

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০১:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩৯

সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পেয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ সভাপতি আফরোজা হক রীনা। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে তিনি এ মনোনয়ন পেলেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী রীনা জাতীয় নারী জোটের কেন্দ্রীয় আহবায়কের দায়িত্বও পালন করছেন। তিনি মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন।

বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা পদত্যাগের পর শূন্য আসনে এই উপ নির্বাচন হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনের এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। এরপর ২০ মার্চ ভোট।

জাসদ দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, জাসদের প্রার্থী আফরোজা হক রীনার বিষয়ে ১৪ দলীয় নেত্রী, আওয়ামী লীগ সভাপতির সমর্থন সংক্রান্ত চিঠি ইতোমধ্যে পেয়েছেন। জোটের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রসহ মঙ্গলবার নির্ধারিত সময়ে দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন।

বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের পর শূন্য আসনের মধ্যে ছয়টির উপনির্বাচন ১ ফেব্রুয়ারি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ তিনটি, ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি, জাতীয় পার্টি একটি এবং স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয় পেয়েছে।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন পাওয়ার কথা রয়েছে। তবে একাদশ সংসদে জাসদের তিন সংসদ সদস্য থাকলেও জাসদ একটি সংরক্ষিত আসন পেয়েছে। এক্ষেত্রে সরকারি দল আওয়ামী লীগ তাদের সমর্থন দিয়েছে।

এর আগে ওয়ার্কার্স পার্টির তিনটি সাধারণ আসন থাকলেও একটি সংরক্ষিত আসন পেয়েছে। ওই কোটায় পার্টির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রী বেগম লুৎফুন্নেসা খান এমপি হয়েছেন।

এনিয়ে আরো এক দম্পতি সংসদ সদস্য যোগ হচ্ছে জাতীয় সংসদে। সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে যাচ্ছেন জাসদ সভাপতি এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হক রীনা। তিনি নির্বাচিত হলে জাতীয় সংসদে দম্পতির সংখ্যা হবে তিন।

একাদশ জাতীয় সংসদে থাকা দুই দম্পতি হলেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং তার স্ত্রী লুৎফুন্নেসা খান বিউটি, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী শরিফা কাদের। একাদশ সংসদের শুরুর দিকে তিন দম্পতি সংসদ সদস্য ছিলেন। আরেক দম্পতি ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল এবং তার স্ত্রী সেলিনা ইসলাম। কুয়েতে দণ্ডিত হওয়ায় ২০২১ সালে সংসদ সদস্য পদ হারিয়েছেন পাপুল।

জনপ্রিয়

নারীআসনে মনোনয়ন পেলেন জাসদের সভাপতি ইনুর স্ত্রী

প্রকাশের সময় : ০১:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পেয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ সভাপতি আফরোজা হক রীনা। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে তিনি এ মনোনয়ন পেলেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী রীনা জাতীয় নারী জোটের কেন্দ্রীয় আহবায়কের দায়িত্বও পালন করছেন। তিনি মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন।

বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা পদত্যাগের পর শূন্য আসনে এই উপ নির্বাচন হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনের এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। এরপর ২০ মার্চ ভোট।

জাসদ দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, জাসদের প্রার্থী আফরোজা হক রীনার বিষয়ে ১৪ দলীয় নেত্রী, আওয়ামী লীগ সভাপতির সমর্থন সংক্রান্ত চিঠি ইতোমধ্যে পেয়েছেন। জোটের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রসহ মঙ্গলবার নির্ধারিত সময়ে দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন।

বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের পর শূন্য আসনের মধ্যে ছয়টির উপনির্বাচন ১ ফেব্রুয়ারি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ তিনটি, ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি, জাতীয় পার্টি একটি এবং স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয় পেয়েছে।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন পাওয়ার কথা রয়েছে। তবে একাদশ সংসদে জাসদের তিন সংসদ সদস্য থাকলেও জাসদ একটি সংরক্ষিত আসন পেয়েছে। এক্ষেত্রে সরকারি দল আওয়ামী লীগ তাদের সমর্থন দিয়েছে।

এর আগে ওয়ার্কার্স পার্টির তিনটি সাধারণ আসন থাকলেও একটি সংরক্ষিত আসন পেয়েছে। ওই কোটায় পার্টির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রী বেগম লুৎফুন্নেসা খান এমপি হয়েছেন।

এনিয়ে আরো এক দম্পতি সংসদ সদস্য যোগ হচ্ছে জাতীয় সংসদে। সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে যাচ্ছেন জাসদ সভাপতি এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হক রীনা। তিনি নির্বাচিত হলে জাতীয় সংসদে দম্পতির সংখ্যা হবে তিন।

একাদশ জাতীয় সংসদে থাকা দুই দম্পতি হলেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং তার স্ত্রী লুৎফুন্নেসা খান বিউটি, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী শরিফা কাদের। একাদশ সংসদের শুরুর দিকে তিন দম্পতি সংসদ সদস্য ছিলেন। আরেক দম্পতি ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল এবং তার স্ত্রী সেলিনা ইসলাম। কুয়েতে দণ্ডিত হওয়ায় ২০২১ সালে সংসদ সদস্য পদ হারিয়েছেন পাপুল।