তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দেশের অবস্থা ভয়াবহ হলে দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে: দুলু
মির্জা ফখরুল বলেন, মানুষের কল্যাণে আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে। দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে আন্দোলনে ১৭ জন নেতাকর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে এই সরকার। আমাদের রিজভী, সপুসহ অসংখ্য নেতাকর্মী কারাগারে।
তিনি বলেন, আজকে বেরিয়ে আসতে হবে, কোথায় আজকে সেই যুবক, সেই তরুণ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
ডান-বাম দলগুলোর কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই মুহূর্তে সবাই সরকারের পরিবর্তন চায়। সবাইকে এগিয়ে আসতে হবে। ২৫ ফেব্রুয়ারির মতো ঘটনা আর যাতে না হয়। এই জন্য গণবিপ্লবের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করতে হবে।
পিলখানার শহীদ ব্যক্তিবর্গের স্মরণে এ আলোচনা সভায় আয়োজন করে বিএনপি।
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না–মির্জা ফখরুল
-
ঢাকা ব্যুরো।।
- প্রকাশের সময় : ০২:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- ২৯
জনপ্রিয়