রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া এবং পরবর্তীতে গেজেট প্রকাশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এমএ আজিজ খান।
উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার (৭ মার্চ) করা এ রিট আবেদনে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।
রিটের বিষয়ে আইনজীবী এমএ আজিজ খান বলেন, যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে এবং পরবর্তী সময়ে গেজেট প্রকাশ করা হয়েছে, তা চ্যালেঞ্জ করেই রিটটি করা হয়েছে।
সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া যথাযথ হয়নি দাবি করে এর আগে গত ২৬ ফেব্রুয়ারি একটি লিগ্যাল নোটিস পাঠিয়েছিলেন আইনজীবী এমএ আজিজ খান। সেই নোটিশের ধারাবাহিকতায় মঙ্গলবার তিনি রিটটি করেন। আগামী বৃহস্পতিবার রিটটি হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার সাহাবুদ্দিনকে দেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১৩ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের আগামী ২৩ এপ্রিল মেয়াদ শেষ হলে সাহাবুদ্দিন তার স্থলাভিষিক্ত হবেন। শপথ গ্রহণের পর থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন তিনি।