প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৩, ৩:২৩ পি.এম
রাজবাড়ীতে পুলিশ পরিচয় দেয়া প্রতারক জিল্লু গ্রেপ্তার

রাজবাড়ীতে পুলিশের এসআই পরিচয় দিয়ে জেলার কালুখালী থানা ও অফিসে পরিচয় দিয়ে তদবির করার সহ নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারনা করতো মো. জাহিদুল ইসলাম জিল্লু (৪৪) নামে এক ব্যক্তি।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা শহর থেকে গোয়েন্দা শাখার সদস্যরা জিল্লুকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা, ২টি মোবাইল ও একটি পুলিশের এসআই-এর ভুয়া পরিচয়পত্র উদ্ধার করেছে।
জিল্লু জেলার কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
জানাযায়, গত ১৭ ফেব্রুয়ারী জেলার কালুখালী থানার জনৈক এক পুলিশ কনস্টেবলকে মোবাইল ফেনে ডিএমপি ডিবি’র এসআই পরিচয় দিয়ে গুরুতর অভিযোগ রয়েছে বলে ভয় দেখায়। বিষয়টি ওই পুলিশ কনস্টেবল (রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ) অবহিত করে। ওই সময় তিনি ডিএমপি ডিবিতে খোজ নেন এবং জানতে পারেন জাহিদুল ইসলাম নামে কোন এসআই সেখানে নেই।
পরবর্তীতে প্রতারক জিল্লু কে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী রেলওয়ে এলাকায় থেকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক ও জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ সময় পর জিল্লু স্বীকার করে সে কোন সরকারী চাকুরী করেন না। একই সাথে পুলিশের এসআই পরিচয় দিয়ে নানা ব্যাক্তির সাথে প্রতারনা পূর্বক টাকা-পয়সা আদায় করে আসছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান বলেন, প্রতারক জিল্লুর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho