
চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উভয়ই সরাসরি যুদ্ধে নিয়োজিত নারীদের সম্বোধন করেছেন।
পুতিন বলেন, তিনি রাশিয়ার সেসব নারীকে সম্মান জানাতে চান, যারা ‘মাতৃভূমি রক্ষার মতো সর্বোচ্চ লক্ষ্য বেছে নিয়েছে।’
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য লড়াই করা এবং দেশের জন্য জীবন দেওয়া নারীদের প্রতি আজ কৃতজ্ঞতা প্রকাশ করা গুরুত্বপূর্ণ। জেলেনস্কি তার জীবনের নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে তার স্ত্রী, মা এবং যারা তার সঙ্গে কাজ করছেন। কর্মক্ষেত্রে তিনি লিঙ্গসমতার গুরুত্বের ওপরও জোর দেন।
জেলেনস্কি বলেন, সহকর্মী হিসেবে নারী-পুরুষের মর্যাদা সমান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সূত্র: সিএনএন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho