প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৮:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৩, ৫:২৫ পি.এম
রাঙ্গুনিয়ায় এনজিও কর্মী চম্পার খুনিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাঙ্গুনিয়ায় গ্রাহকের ছুরিকাঘাতে খুন হওয়া এনজিও কর্মী চম্পা চাকমা খুনের প্রতিবাদে ও খুনিকে দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিণ রাজানগর ও লালানগর ইউনিয়ন শাখা ও পদক্ষেপের যৌথ আয়োজনে ধামাইরহাট এইচ এ প্লাজার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজিত মানববন্ধনে অংশ নেন মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ, ধামাইরহাট শাখার সকল ব্যাংক ও এনজিও কর্মকর্তা-কর্মচারী, স্কুল- কলেজের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে অবিলম্বে খুনিকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পূর্বাঞ্চলের উপ-পরিচালক ও রিজিওনাল ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসাইন, চট্টগ্রাম উত্তর জোনের সরকারী পরিচালক ও জোনাল ম্যানেজার উত্তম কুমার সরকার, রাঙ্গুনিয়া শাখার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার মো. নাজিম উদ্দীন, চট্টগ্রাম এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার মো. আলমগীর, হাটহাজারী এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার রোমান সরকার, রাঙ্গামাটি পদক্ষেপ মহিলা ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার রাশেদা আক্তার, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহিবুল কবির জাহেদী, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ, উত্তর রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মীর গোলাম মোস্তফা বাবুল, জসিম উদ্দিন তালুকদার, ফজলুল ইসলাম সেলিম, ইউনুচ মিয়া লেদ, মানবাধিকার নেতা এস এম ইদ্রিস, কাজী সিরাজুল হক, প্রফেসর ইকবাল হোসেন, মো. ইদ্রিস চৌধুরী, ইসমাইল হোসেন, আজিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, চম্পা চাকমা অনেক স্বপ্ন ও ভরসা নিয়েই আমাদের সেবা দেওয়ার জন্য এসেছিলেন। কিন্তু আমরা তার বিশ্বাসের মূল্যায়ন করতে পারি নাই। নিশৃংস ভাবে খুন হয়েছে সে। আমাদের এই শান্ত উত্তর রাঙ্গুনিয়াকে বহিরাগত খুনি এসে কলংকিত করেছে। অবিলম্বে তাকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত শান্তি ও ফাঁসি চাই।
উল্লেখ্য, গত রোববার (৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে ধামাইরহাট এইচ. এ প্লাজা থেকে অফিসের কাজ সেরে বাসায় ফিরছিলেন চম্পাসহ তার অন্য এক সহকর্মী। এসময় কিস্তির টাকা চাওয়ার জেরে আসামী এনামের সাথে চম্পার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে এনাম ছুরি দিয়ে চম্পা চাকমার শ্বাসনালী বরাবর আঘাত করে পালিয়ে যায়। পরে চম্পাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho