প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৩, ৪:২৩ পি.এম
রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী কায়কোবাদ মঞ্জুকে অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শীর্ষ সন্ত্রাসী কায়কোবাদ মঞ্জু (৪২) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
শনিবার (১১ মার্চ) রাত ১ টায় সরফভাটা ইউনিয়নের মীরেরখিল বাজার থেকে সন্ত্রাসী মঞ্জুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত কায়কোবাদ মঞ্জু রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মীরেরখিল গ্রামের ছমদ মেম্বারের বাড়ীর অছি আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি কায়কোবাদ মঞ্জু উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল বাজার এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক আবুল ফারেজ জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা ইউপির নারিশ্চা ঘোনা কেবিএম-৩ নামক পরিত্যক্ত ইটভাটার রান্না ঘরের ভেতরে প্লাস্টির মোড়ানো ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ইনচার্জ ওসি ওবায়দুল ইসলাম বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে মীরেরখিল বাজার থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ জব্দ করে। জব্দকৃত অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho