
ভিকি কৌশল ও সারা আলি খানের অভিনীত নতুন সিনেমার নাম প্রকাশ পেল। ‘জারা হাটকে, জারা বাঁচ কে’ নামের এই রোমান্টিক কমেডিটি পরিচালনা করেছেন নির্মাতা লক্ষণ উতেকর।
বুধবার জিয়ো স্টুডিও ঘোষিত তাদের আসন্ন সিনেমা ও ওয়েব সিরিজের তালিকা প্রকাশের সময় নামটি জানা যায়।
গত বছরের শেষে সিনেমার শুটিংয়ের বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সিনেমাটির শুটিং ইন্দোরে করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
সিনেমার শুটিং শেষে ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে দলের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সারা। অভিনেত্রী লেখেন, বিশ্বাস হচ্ছে না এটি শেষ হয়ে গেছে। ধন্যবাদ লক্ষণ উতেকর স্যারকে আমাকে সৌম্য চরিত্র দেওয়ার জন্য। আপনার গাইডেন্স, ধৈর্য, সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ।আমি সৌভাগ্যবান, আপনার সাথে পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি বলে।
ভিকির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এই অভিনেত্রী বলেন, পাঞ্জাবি গান, বনফায়ার উপভোগ করা থেকে শুরু করে সকালের ড্রাইভ ও প্রচুর চা পান৷ এই যাত্রাটিকে আমার জন্য এত স্মরণীয় করে রাখার জন্য আপনাকে ধন্যবাদ৷ আমার দেখা সবচেয়ে নম্র ও প্রতিভাবান অভিনেতাদের একজন আপনি। আমি সৌভাগ্যবান, আপনার সাথে পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি বলে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho