
কামারহাটির সংসদ সদস্য মদন মিত্রর সঙ্গে শিবপুজা করলেন কৌশানি মুখার্জি। দক্ষিণেশ্বরে গঙ্গাস্নান করে পুজা দিলেন মদন মিত্র।
মদনদার হাত ধরেই গঙ্গায় নামলেন কৌশানি, তবে ডুব দেননি নায়িকা। হাঁটু জলে দাঁড়িয়েই হাতে ধরলেন শিবলিঙ্গ আর তাতে জল ঢাললেন মদন মিত্র।
বিশেষ দিনে মদন মিত্রর ডাকে দক্ষিণেশ্বরে এসে খুশি কৌশানি। জানালেন, আগে কখন এইভাবে নীল পুজায় অংশ নেননি।
উৎসবের দিনে সাংবাদিকদের মদন মিত্র জানান, মমতা বন্দ্যোপাধ্যায় একাই পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছেন।
কৌশানি বলেন, দাদার ডাকে এসেছি। এই আজকের দিনে এভাবে পুজা দিয়ে খুব ভালো লাগছে। আমি এ ধরনের অনুষ্ঠানে প্রথমবার অংশ নিলাম। তবে দাদা যতক্ষণ আছেন, ততক্ষণ কোনও চিন্তা নেই। আমি জলে ডুব দিতে পারলাম না, তবে দাদা আমার সমস্ত মনোকামনা পূর্ণ করে দিয়েছেন। এখানকার মানুষ ভালো আছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho