
বাংলা চলচ্চিত্রের স্টার কুইনখ্যাত নায়িকা অপু বিশ্বাস। এবার ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘লাল শাড়ি’ ছবিটি। তার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক। সেটি প্রচারে ব্যস্ত সময় পার করছেন এ চিত্রনায়িকা। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন এ চিত্রনায়িকা। সেখানে তিনি বলেন, দেশে সিনেমা হলের চেয়ে, সিনেমার সংখ্যা বেশি হয়ে যাচ্ছে।
সাংবাদিকদের অপু বিশ্বাস বলেন, ঈদ উপলক্ষ্যে সব প্রযোজক সিনেমা রিলিজ করতে ব্যস্ত থাকেন। সব প্রযোজনা সংস্থা মনে করে, ঈদে সিনেমা রিলিজ হলে ভালো চলবে বা ভালো বিজনেস হবে। এটা নিজেদের মধ্যে রপ্ত করে ফেলে। রপ্ত করে একপর্যায়ে সিনেমাটা প্রস্তুত করে। সব সিনেমা যোগ করে এটার সংখ্যাটা এতটায় বেড়ে যাবে অন্যান্য প্রযোজক জেনে কাজটা করেনি।
এটা যেহেতু নিজেদের চাওয়া থেকে বা বিজনেস পয়েন্ট ভিউ থেকে সেটা তারা করেছে। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে, সবার চিন্তা এক জায়গায় হয়ে সিনেমার সংখ্যা অনেক বেড়ে গেছে।
এ চিত্র নায়িকা আরও বলেন, আমাদের সবচেয়ে হতাশার দিক হচ্ছে সিনেমা হলের সংখ্যা খুবই কম। কারণ আমরা একটা জিনিস তৈরি করব, সেটিকে সরবরাহ করার জায়গা থাকতে হবে। সে জায়গাটা খুব নগণ্য আমাদের।
হতাশার মধ্যে আনন্দের বিষয় হচ্ছে— দর্শকরা একসময় বলত হল আছে, সিনেমা কোথায়? আজকে কিন্তু উল্টো চিত্র— সিনেমা আছে, হল কোথায়। এটা ভালো দিক। এ ইস্যুতে যদি অনেক সিনেমা হল খুলে যায়। তা হলে সিনেমার জন্য কখনই হুমকি হবে না । যতবেশি সিনেমা হবে, হল মালিকরা সিনেমার স্বার্থে চিন্তা করবে আমাদের আরও হল দরকার।
এর আগে ২০২১-২২ অর্থবছরের ‘লাল শাড়ি’র জন্য অপু বিশ্বাসকে ৬৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছিল। এ সিনেমাটি মূলত আমাদের দেশের বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে ঘিরে এবং এই শিল্পের সঙ্গে যুক্তদের মানবেতর জীবনের চিত্র ফুটে উঠেছে এ চলচ্চিত্রে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho