প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ৯:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৩, ১:০৩ পি.এম
পদ্মা নদীতে মোটরসাইকেল বহনকারী বিশেষ ফেরি চলাচল শুরু

পবিত্র ঈদুল ফিতরে দক্ষিণবঙ্গগামী ২১ জেলার যাত্রীবাহী মোটরসাইকেল পারাপার শুরু হয়েছে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে।
মঙ্গলবার সকাল ৬ টা ৫০ মিনিটের দিকে ১৬৯টি মোটরসাইকেল এবং চালক ও আরোহী নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটে ছেড়ে যায় ফেরি কলমিলতা।বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিমুলিয়া-মাঝিকান্দি নৌ রুটে ৩ ঘন্টা পরপর ২টি মিডিয়াম ফেরি কুঞ্জলতা ও কলমিলতা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হবে। প্রতিটি মোটরসাইকেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে দেড়শো টাকা। তিনি জানান জানান ফেরি কলমিলতা ১৬৯ মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ঘাট থেকে প্রথম ফেরি ৬ঃ৫০ সে দিকে ছেড়ে যায়। ঘাট এলাকায় শতাধিকের মত মোটরসাইকেল রয়েছে পারাপারের অপেক্ষায়।
চলাচলের জন্য শিমুলিয়ার পুরাতন ভিআইপি ফেরিঘাট (৪নং) ব্যবহার করছি। চাঁপ বাড়লে পরে ফেরির সংখ্যা বাড়ানো হতে পারে। ঈদের পর চাহিদা অনুযায়ী ফেরি সার্ভিস চালু রাখা হবে বলেও জানান তিনি। ঈদে মোটরসাইকেল আরোহীদের পারাপারে বিআইডব্লিউটিসির আবেদনের প্রেক্ষিতে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে সেতু কর্তৃপক্ষ। গেল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) প্রকল্প পরিচালক শফিকুল ইসলামের স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত দেওয়া হয়। পদ্মা সেতুর ২২ ও ২৩ এবং ৩৮ ও ৩৯ পিলারের মধ্যদিয়ে ফেরি চালানোর অনাপত্তি প্রদান করেছে সেতু কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho