
শনিবার ওয়াংখেড় স্টেডিয়ামে আইপিএল ১৬তম আসরের ৩১তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় পাঞ্জাব কিংস। এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের ২০তম ওভারে দুই বলে দুটি স্টাম্প ভেঙে দেন পাঞ্জাব কিংসের তারকা পেসার আর্শদীপ সিং। দুইবারই তিনি মিডল স্টাম্প ভেঙে দেন।
২১৫ রানের টার্গেট তাড়ায় শেষ ওভারে জয়ের জন্য মুম্বাইয়ের প্রয়োজন ছিল ১৬ রান। কিন্তু ২ রানের বেশি করতে না পারায় আইপিএলের রেকর্ড পাঁচ আসরের চ্যাম্পিয়নরা হেরে যায় ১৩ রানে।
এদিন দুটি স্টাম্প ভেঙে যাওয়ায় আইপিএল আয়োজকদের ক্ষতি হয় ৬০ লাখ টাকা। আইপিএলে ব্যবহার হওয়া এক একটি এলইডি স্টাম্প এবং জিং বেলের দাম ভারতীয় মুদ্রায় ৩০ লাখ টাকার মতো।
ক্রিকেট লাউঞ্জের রিপোর্ট অনুযায়ী, এক একিটি এলইডি স্টাম্পের সেট এবং জিং বেলের দাম প্রায় ৪০,০০০ ডলার।
শনিবার মুম্বাই-পাঞ্জাব ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২১৪ রান করে পাঞ্জাব কিংস। ২৯ বলে ৫৫ রান করেন স্যাম কারান। ২৮ বলে ৪১ রান করেন হারপ্রীতি সিং।
টার্গেট তাড়ায় তীরে গিয়ে তরী ডুবায় মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র ১৩ রানে হারে মুম্বাই। দলের হয়ে ৪৩ বলে ৬৭ রান করেন ক্যামেরন গ্রিন। ২৬ বলে ৫৭ রান করেন সূর্যকুমার যাদব। ২৭ বলে ৪৪ রান করেন অধিনায়ক রোহিত শর্মা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho