
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে সুসংবাদ পেল ভারত। অস্ট্রেলিয়াকে টপকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল ভারত।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার হালনাগাদ করা বার্ষিক র্যাঙ্কিংয়ের আগে টেস্টে শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ছিল ১২২ পয়েন্ট আর ভারতের ছিল ১১৯ পয়েন্ট। নতুন হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ৬ পয়েন্ট খুঁইয়েছে অজিরা। আর ভারত দুই পয়েন্ট বেশি পেয়েছে। ১২১ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে ভারত আর ১১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। সর্বশেষ ৪ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে রোহিত শর্মার ভারত। ১১৪ পয়েন্ট নিয়ে ভারত, অস্ট্রেলিয়ার পরে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। চার ও পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের পয়েন্ট ১০৪ ও ১০০। ছয়, সাত ও আটে থাকা পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮৬, ৮৪ ও ৭৬ পয়েন্ট। ৪৫ ও ২২ পয়েন্ট নিয়ে ৯ ও ১০ নম্বরে আছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। গত মাসে মিরপুরে টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
এর আগে ভারতকে টপকে গত বছরের জানুয়ারিতে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া। ২০২১-২২ অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেই মূলত শীর্ষস্থান খুইয়েছিল ভারত। আগামী ৭ জুন লন্ডনের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho