রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

অব্যবস্থাপনার কারণে মৃত্যু হচ্ছে নদীগুলোর : মির্জা ফখরুল

‘অব্যবস্থাপনার কারণে নদীগুলোর মৃত্যু হচ্ছে। সরকার উন্নয়নের ঢাকঢোল পেটাচ্ছে। কিন্তু নদীগুলোকে বাঁচাতে কোনও উদ্যোগ নেয় না।’ এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশে শুক্রবার ’জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও নদী’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হবার পরেও সরকার নদী বাঁচাতে কোন উদ্যোগ নেয় নি। বুড়িগঙ্গা মরে গেছে, তুরাগও মরে গেছে। অথচ বিএনপির প্রতিষ্ঠাতা খাল খনন কর্মসূচি নিয়েছিলেন।
তিনি বলেন, নদীর পানির ন্যায্য হিস্যা নিয়ে কোনও কথা বলে না সরকার। জিয়াউর রহমান দূরদর্শী রাষ্ট্রপ্রধান হিসেবে নদী খাল খনন করেছিলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার বিকল্প নেই। জোর করে ক্ষমতায় টিকে আছে বলে সরকারের কোনও কিছু নিয়ে কোনো গুরুত্ব নেই। নদী ভরাট করে সরকারের লোকজন বিভিন্ন স্থাপনা বানাচ্ছে, বাড়িঘর রেস্টুরেন্ট চালু করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে যদি টিকে থাকতে হয়, তাহলে গণতন্ত্র ফেরাতে হবে। গণতন্ত্রের বিকল্প কিছু নেই। একটা নির্বাচিত সরকার ছাড়া দেশের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব না।

মহাশক্তিশালী সুপার টাইফুন ‘বেটি’ধেয়ে আসছে প্রবল শক্তিতে

অব্যবস্থাপনার কারণে মৃত্যু হচ্ছে নদীগুলোর : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৭:৪৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

‘অব্যবস্থাপনার কারণে নদীগুলোর মৃত্যু হচ্ছে। সরকার উন্নয়নের ঢাকঢোল পেটাচ্ছে। কিন্তু নদীগুলোকে বাঁচাতে কোনও উদ্যোগ নেয় না।’ এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশে শুক্রবার ’জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও নদী’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হবার পরেও সরকার নদী বাঁচাতে কোন উদ্যোগ নেয় নি। বুড়িগঙ্গা মরে গেছে, তুরাগও মরে গেছে। অথচ বিএনপির প্রতিষ্ঠাতা খাল খনন কর্মসূচি নিয়েছিলেন।
তিনি বলেন, নদীর পানির ন্যায্য হিস্যা নিয়ে কোনও কথা বলে না সরকার। জিয়াউর রহমান দূরদর্শী রাষ্ট্রপ্রধান হিসেবে নদী খাল খনন করেছিলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার বিকল্প নেই। জোর করে ক্ষমতায় টিকে আছে বলে সরকারের কোনও কিছু নিয়ে কোনো গুরুত্ব নেই। নদী ভরাট করে সরকারের লোকজন বিভিন্ন স্থাপনা বানাচ্ছে, বাড়িঘর রেস্টুরেন্ট চালু করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে যদি টিকে থাকতে হয়, তাহলে গণতন্ত্র ফেরাতে হবে। গণতন্ত্রের বিকল্প কিছু নেই। একটা নির্বাচিত সরকার ছাড়া দেশের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব না।