রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের দিন চেমসফোর্ডে  বৃষ্টির সম্ভাবনা

ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল এখন ইংল্যান্ডের মাটিতে আইরিশদের বিপক্ষে ফিরতি সিরিজ খেলতে। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে খুব একটা স্বস্তিতে নেই তামিম ইকবালের দল।  ইংল্যান্ডের আবহাওয়া আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ আগেভাগেই ইংল্যান্ডে পৌঁছেছিলো টাইগার বাহিনী। তবে বৈরী আবহাওয়ার কারণে নিজেদের সেই লক্ষ্য তো পূরণ হয়ই নাই, এবার সেই একই কারণে আইরিশদের বিপক্ষে সিরিজের খেলা মাঠে গড়ানো নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। 

আগামীকাল মঙ্গলবার (৯ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে চেমসফোর্ডে মাঠে গড়ানোর কথা সিরিজের প্রথম ওয়ানডে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচটি কি মাঠে গড়াবে কিনা তাই নিয়ে দেখা দিয়েছে সংশয়।

ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী, বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের দিন চেমসফোর্ডে  বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিন সকাল ৮টা থেকেই বৃষ্টি শরু হয়ে সময়ের সঙ্গে তা বাড়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। তেমনটি হলএ ম্যাচ মাঠে না গড়ানোর সম্ভাবনাই বেশি।

এছাড়া ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শুধু প্রথম ম্যাচ নয়, ১২ ও ১৪ মে সিরিজের পরের দুই ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। দ্বিতীয় ওয়ানডের দিন  সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চেমসফোর্ডে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার তৃতীয় ওয়ানডের দিনও ভোর ৬টা থেকে শুরু করে সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া নয়ে টাইগার অধিনায়ম তামিম ইকবাল আগেই জানিয়েছিলেন, আবহাওয়ার ব্যাপার আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের সম্ভাব্য সেরা প্রস্তুতি আমরা নিতে পারিনি। এখানে আসার পর মাত্র এক দিন অনুশীলন করতে পেরেছি। এর মধ্যেই যতটা সম্ভব নিজেদের প্রস্তুত করার চেষ্টা করছি। আর বাকিটা মানসিক প্রস্তুতি।’

চেমসফোর্ডে আবহাওয়ার যে অবস্থা তাতে হার-জিত বা পারফরম্যান্স ছাপিয়ে আইরিশদের বিপক্ষে মাঠে না নেমেই দেশে ফিরে আসা লাগে কিনা টাইগারদের সেটিই এখন বড় প্রশ্ন।

মহাশক্তিশালী সুপার টাইফুন ‘বেটি’ধেয়ে আসছে প্রবল শক্তিতে

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের দিন চেমসফোর্ডে  বৃষ্টির সম্ভাবনা

প্রকাশের সময় : ০৮:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল এখন ইংল্যান্ডের মাটিতে আইরিশদের বিপক্ষে ফিরতি সিরিজ খেলতে। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে খুব একটা স্বস্তিতে নেই তামিম ইকবালের দল।  ইংল্যান্ডের আবহাওয়া আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ আগেভাগেই ইংল্যান্ডে পৌঁছেছিলো টাইগার বাহিনী। তবে বৈরী আবহাওয়ার কারণে নিজেদের সেই লক্ষ্য তো পূরণ হয়ই নাই, এবার সেই একই কারণে আইরিশদের বিপক্ষে সিরিজের খেলা মাঠে গড়ানো নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। 

আগামীকাল মঙ্গলবার (৯ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে চেমসফোর্ডে মাঠে গড়ানোর কথা সিরিজের প্রথম ওয়ানডে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচটি কি মাঠে গড়াবে কিনা তাই নিয়ে দেখা দিয়েছে সংশয়।

ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী, বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের দিন চেমসফোর্ডে  বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিন সকাল ৮টা থেকেই বৃষ্টি শরু হয়ে সময়ের সঙ্গে তা বাড়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। তেমনটি হলএ ম্যাচ মাঠে না গড়ানোর সম্ভাবনাই বেশি।

এছাড়া ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শুধু প্রথম ম্যাচ নয়, ১২ ও ১৪ মে সিরিজের পরের দুই ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। দ্বিতীয় ওয়ানডের দিন  সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চেমসফোর্ডে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার তৃতীয় ওয়ানডের দিনও ভোর ৬টা থেকে শুরু করে সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া নয়ে টাইগার অধিনায়ম তামিম ইকবাল আগেই জানিয়েছিলেন, আবহাওয়ার ব্যাপার আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের সম্ভাব্য সেরা প্রস্তুতি আমরা নিতে পারিনি। এখানে আসার পর মাত্র এক দিন অনুশীলন করতে পেরেছি। এর মধ্যেই যতটা সম্ভব নিজেদের প্রস্তুত করার চেষ্টা করছি। আর বাকিটা মানসিক প্রস্তুতি।’

চেমসফোর্ডে আবহাওয়ার যে অবস্থা তাতে হার-জিত বা পারফরম্যান্স ছাপিয়ে আইরিশদের বিপক্ষে মাঠে না নেমেই দেশে ফিরে আসা লাগে কিনা টাইগারদের সেটিই এখন বড় প্রশ্ন।