রবিবার, ২৮ মে ২০২৩, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

শহীদ মিনার-এফডিসিতে ফারুকের মরদেহে শেষ শ্রদ্ধা, দাফন গ্রামের বাড়িতে

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ আগামীকাল মঙ্গলবার ঢাকায় পৌছাবে। এরপর এফডিসি ও শহীদ মিনার প্রাঙ্গণে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে তার গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে দাফন করা হবে। আজ সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় সকাল ১০টায় মারা যান এ চিত্রনায়ক।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, ফারুকের মরদেহ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এরপর তাকে নেওয়া হবে উত্তরার নিজ বাসায়। বেলা ১১টার দিকে ফারুকের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করবে সর্বস্তরের মানুষ।শহীদ মিনারে ঘণ্টা খানেক রাখার পর ফারুকের মরদেহ নেওয়া হবে তার দীর্ঘ দিনের কর্মস্থল, এফডিসিতে। সেখানে চলচ্চিত্রের মানুষেরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।বিকেলের ফারুকের মরদেহ তার নির্বাচনী এলাকা গুলশানের আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং এলাকার মানুষজন তার প্রতি শ্রদ্ধা জানাবেন। সবশেষে ফারুকের মরদেহ নেওয়া হবে গাজীপুরের কালীগঞ্জে। সেখানে সন্ধ্যা ৭টায় তৃতীয় জানাজা শেষে পাঠান বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

মহাশক্তিশালী সুপার টাইফুন ‘বেটি’ধেয়ে আসছে প্রবল শক্তিতে

শহীদ মিনার-এফডিসিতে ফারুকের মরদেহে শেষ শ্রদ্ধা, দাফন গ্রামের বাড়িতে

প্রকাশের সময় : ১০:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ আগামীকাল মঙ্গলবার ঢাকায় পৌছাবে। এরপর এফডিসি ও শহীদ মিনার প্রাঙ্গণে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে তার গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে দাফন করা হবে। আজ সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় সকাল ১০টায় মারা যান এ চিত্রনায়ক।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, ফারুকের মরদেহ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এরপর তাকে নেওয়া হবে উত্তরার নিজ বাসায়। বেলা ১১টার দিকে ফারুকের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করবে সর্বস্তরের মানুষ।শহীদ মিনারে ঘণ্টা খানেক রাখার পর ফারুকের মরদেহ নেওয়া হবে তার দীর্ঘ দিনের কর্মস্থল, এফডিসিতে। সেখানে চলচ্চিত্রের মানুষেরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।বিকেলের ফারুকের মরদেহ তার নির্বাচনী এলাকা গুলশানের আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং এলাকার মানুষজন তার প্রতি শ্রদ্ধা জানাবেন। সবশেষে ফারুকের মরদেহ নেওয়া হবে গাজীপুরের কালীগঞ্জে। সেখানে সন্ধ্যা ৭টায় তৃতীয় জানাজা শেষে পাঠান বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।