হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের রাজধানী মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের কার্গো হোল্ড (মালামাল রাখার জায়গা) থেকে ২০৪ স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এগুলো জব্দ করা হয়। জব্দকৃত এ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।
ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেনটিভ) মোকাদ্দিস হোসেন বলেন, বাংলাদেশ বিমানের বিজি-১২২ ফ্লাইটটি মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম
হাউসের কর্মকর্তারা বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলেন। ব্যাপক তল্লাশির পর বিমানটির কার্গো হোল্ড থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ২০৪ স্বর্ণের বার জব্দ করা হয়।
কাস্টম কর্তৃপক্ষের ধারণা, বিমানের ওয়াশরুমের কোনো একটি স্থানের স্ক্রু খুলে ওয়াশরুমের ভেতর থেকে কার্গো হোল্ডে ফেলে রাখা হয় বারগুলো। সুবিধাজনক সময়ে স্বর্ণের বারগুলো পাচার করত চোরাকারবারিরা। অভিযানে জব্দ হওয়া ২০৪ স্বর্ণের বারের ওজন প্রায় ২৩ কেজি ৬০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। এ বিষয়ে আইনিব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।