জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডির প্রধান ব্রুনো কাল সোমবার বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সমাজে বিতর্ক হলেও সেটি পুতিন সরকারের জন্য কোনো হুমকি নয়৷ যুদ্ধের জন্য রাশিয়ার যথেষ্ট জনবল ও অস্ত্র আছে বলেও জানান তিনি৷
বার্লিনে ফেডারেল অ্যাকাডেমি ফর সিকিউরিটি পলিসির এক অনুষ্ঠানে ব্রুনো কাল বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনামল দুর্বল হয়ে পড়ার কোনো লক্ষণ তিনি দেখছেন না৷ ‘‘আমরা পুতিনের শাসন ব্যবস্থায় কোনো ফাটল দেখছি না,’’
নতুন নিয়োগ পাওয়া রুশ সৈন্যদের কথা উল্লেখ করে কাল বলেন, ‘‘রাশিয়া এখনও দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম৷’’ রাশিয়ার যথেষ্ট অস্ত্রও আছে বলে জানান তিনি৷
তবে সামরিক বাহিনীর দক্ষতাসহ কিছু বিষয়ে রাশিয়ার দুর্বলতা আছে বলেও মন্তব্য করেন জার্মানির গোয়েন্দা প্রধান৷
রাশিয়া যে ইউক্রেনে হামলা চালাবে সেই তথ্য বিএনডির আগেই মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দারা জানতো বলে বিএনডির সমালোচনা করা হয়৷ তবে জার্মানির গোয়েন্দা প্রধান এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন৷ প্রায় ১৪ দিন আগে বিএনডি তথ্যটি জানতো বলে জানান তিনি৷
কাল বলেন, মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দারা তাদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দিয়েছিল৷ আর বিএনডি এই বিষয়ের উপর জোর দিয়েছে যে, হামলার সিদ্ধান্তটি শেষ পর্যন্ত নেবেন পুতিন৷ তিনি অনেক কিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটি নিয়েছেন, যা ‘মিসাইল বা ট্যাঙ্ক গণনার উপর নির্ভরশীল ছিল না’, বলে মন্তব্য করেন জার্মানির গোয়েন্দা প্রধান৷
চীনের উপর জার্মানির নির্ভরশীলতা কমানোরও আহ্বান জানিয়েছেন কাল৷