মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রমনা বটমূলে সাংস্কৃতিক ধারার বৃষ্টির কবিতা-মাটির গান

ঐতিহ্যবাহী রমনার বচমূলে জাতীয় সাংস্কৃতিকধারার সাউন্ডবাংলা-পল্টনাড্ডার আয়োজনে ‘বৃষ্টির কবিতা-মাটির গান অনুষ্ঠিত হয়েছে।  ২৬ মে বিকেলে কবি-শিল্পী বশির  উদ্দীনের কন্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান উপস্থিত সবাইকে মুগ্ধ করে তোলে। লেখা পাঠে অংশ নেন জাতীয় সাংস্কৃতিকধারার সহ-সভাপতি কবি আলতাফ হোসেন রায়হান, ওয়াজেদ সরকার  রানা, কলামিস্ট মোমিন মেহেদী, কথাশিল্পী শান্তা ফারজানা, কবি বিমল সাহা প্রমুখ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আলোচনা  ও দোয়া পরিচালনা করেন কবি আলতাফ হোসেন রায়হান। অনুষ্ঠানে সবাইকে পুরস্কৃত করার পর জাতীয় সাংস্কৃতিকধারার পক্ষ শান্তা ফারজানা বলেন, সাংস্কৃতিকধারা প্রকাশনা স্বপ্নালোক- এর চলতি সংখ্যায় লিখেছেন বরেণ্য কবি আরিফ মঈনুদ্দীন, কবি দীলতাজ রহমান, কবি ফকির ইলিয়াস, কবি হাসান মাহমুদ, কবি সেলিনা আখতার খান, কবি আশরাফ কবির, কবি ইসমত শিল্পী, কবি আদিত্য নজরুল, কবি তাহমিনা শিল্পী, কবি সাইফুল ইসলাম চৌধুরী, কবি নাসিমা খান, কবি-ছড়াকার মঈনুল হক জীবন, কবি চঞ্চল মেহমুদ কাশেম, কবি আহমদ আল কবির চৌধুরী, কথাশিল্পী রুহুল ইসলাম টিপু, কবি আলতাফ হোসেন রায়হান, কবি মনিরুল আলম, কবি মাফরুদা ইয়াসমিন, কবি-গীতিকার ইশতিয়াক রূপু, কথাশিল্পী কামরুন নাহার, কথাশিল্পী হাসান মেহেদী, ছড়াকার চন্দন কৃষ্ণ পাল, কবি শাহ শাহী, কবি তামান্না চৌধুরী, কবি আল সারোয়ার হৃদয়, কবি শরীফ জামান, কবি রিয়া চৌধুরী, কবি আইরিন কাকলী, কবি নূরজাহান নীরা, কবি তানভীর আলাদীন, কবি হাসু আক্তার, কবি জান্নাতুল ফেরদৌস স্মৃতি, কবি ওয়াজেদ রানা, কবি শ্রুতি খান, আবৃত্তিশিল্পী সেহেলী আজিজ মৌ, কবি কামরুল হাসান, অভিনেতা শাওন, কবি ও সংগঠক বিকাশ রায়, নাট্যপরিচালক কাশেম সিকদার, সংগঠক পারভেজ হাওলাদার, সংগঠক উমা সিং ও সাংবাদিক আল আমিন মুন্না। একই সাথে স্বপ্নালোক বর্ষা সংখ্যায় লেখা আহবান করা হয়েছে। লেখা পাঠাতে হবে সুতুনি ফ্রন্টে সড়সরহসধযধফর@মসধরষ.পড়স প্রকাশিত লেখার মধ্য থেকে শ্রেষ্ঠ ১০ লেখক পাবেন স্বপ্নালোক-এর বিশেষ পুরস্কার।

রমনা বটমূলে সাংস্কৃতিক ধারার বৃষ্টির কবিতা-মাটির গান

প্রকাশের সময় : ১২:২৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩

ঐতিহ্যবাহী রমনার বচমূলে জাতীয় সাংস্কৃতিকধারার সাউন্ডবাংলা-পল্টনাড্ডার আয়োজনে ‘বৃষ্টির কবিতা-মাটির গান অনুষ্ঠিত হয়েছে।  ২৬ মে বিকেলে কবি-শিল্পী বশির  উদ্দীনের কন্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান উপস্থিত সবাইকে মুগ্ধ করে তোলে। লেখা পাঠে অংশ নেন জাতীয় সাংস্কৃতিকধারার সহ-সভাপতি কবি আলতাফ হোসেন রায়হান, ওয়াজেদ সরকার  রানা, কলামিস্ট মোমিন মেহেদী, কথাশিল্পী শান্তা ফারজানা, কবি বিমল সাহা প্রমুখ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আলোচনা  ও দোয়া পরিচালনা করেন কবি আলতাফ হোসেন রায়হান। অনুষ্ঠানে সবাইকে পুরস্কৃত করার পর জাতীয় সাংস্কৃতিকধারার পক্ষ শান্তা ফারজানা বলেন, সাংস্কৃতিকধারা প্রকাশনা স্বপ্নালোক- এর চলতি সংখ্যায় লিখেছেন বরেণ্য কবি আরিফ মঈনুদ্দীন, কবি দীলতাজ রহমান, কবি ফকির ইলিয়াস, কবি হাসান মাহমুদ, কবি সেলিনা আখতার খান, কবি আশরাফ কবির, কবি ইসমত শিল্পী, কবি আদিত্য নজরুল, কবি তাহমিনা শিল্পী, কবি সাইফুল ইসলাম চৌধুরী, কবি নাসিমা খান, কবি-ছড়াকার মঈনুল হক জীবন, কবি চঞ্চল মেহমুদ কাশেম, কবি আহমদ আল কবির চৌধুরী, কথাশিল্পী রুহুল ইসলাম টিপু, কবি আলতাফ হোসেন রায়হান, কবি মনিরুল আলম, কবি মাফরুদা ইয়াসমিন, কবি-গীতিকার ইশতিয়াক রূপু, কথাশিল্পী কামরুন নাহার, কথাশিল্পী হাসান মেহেদী, ছড়াকার চন্দন কৃষ্ণ পাল, কবি শাহ শাহী, কবি তামান্না চৌধুরী, কবি আল সারোয়ার হৃদয়, কবি শরীফ জামান, কবি রিয়া চৌধুরী, কবি আইরিন কাকলী, কবি নূরজাহান নীরা, কবি তানভীর আলাদীন, কবি হাসু আক্তার, কবি জান্নাতুল ফেরদৌস স্মৃতি, কবি ওয়াজেদ রানা, কবি শ্রুতি খান, আবৃত্তিশিল্পী সেহেলী আজিজ মৌ, কবি কামরুল হাসান, অভিনেতা শাওন, কবি ও সংগঠক বিকাশ রায়, নাট্যপরিচালক কাশেম সিকদার, সংগঠক পারভেজ হাওলাদার, সংগঠক উমা সিং ও সাংবাদিক আল আমিন মুন্না। একই সাথে স্বপ্নালোক বর্ষা সংখ্যায় লেখা আহবান করা হয়েছে। লেখা পাঠাতে হবে সুতুনি ফ্রন্টে সড়সরহসধযধফর@মসধরষ.পড়স প্রকাশিত লেখার মধ্য থেকে শ্রেষ্ঠ ১০ লেখক পাবেন স্বপ্নালোক-এর বিশেষ পুরস্কার।