
ভারতীয় হিন্দি সিনেমার ধরণ একেবারে পাল্টে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তার হাত ধরেই বলিউডে নারীকেন্দ্রিক ছবির রমরমা শুরু হয়েছিল। সেই বিদ্যারই মায়ের দিকের ছোটবোন প্রিয়া বাসুদেব দক্ষিণের সিনেমাতে হিট অ্যান্ড হট নায়িকা।
বিদ্যা বালান তার অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি বহু খেতাব জয় করেছেন। এমনকি ২০১৪ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ পুরস্কারেও ভূষিত করে। তবে অনেকেই তার ছোটবোন দক্ষিণের হিট নায়িকা প্রিয়ামানির কথা জানেন না।
১৯৮৪ সালের ৪ জুন প্রিয়া বাসুদেব মানির জন্ম। ছবির জগতে পা রাখার পর তার নাম হয় প্রিয়ামানি। সাবেক এই মডেল বেশ কয়েকটি ভাষায় ছবি করেছেন। কন্নড়, মালয়ালং, তামিল, তেলেগু ও হিন্দিতে ছবি করেছেন প্রিয়ামানি।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে জন্মস্থান বেঙ্গালুরুতেই মডেলিং করতেন এই অভিনেত্রী। ২০১৭ সালে একেবারে পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে মুস্তাফা রাজ নামে একজন ইভেন্ট অর্গানাইজারের সঙ্গে বিয়ে হয় প্রিয়ামানির। আগামীতে তাকে শাহরুখ খানের জওয়ান ছবিতে দেখা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho