
অবশেষে লিওনেল মেসির দলবদল নাটকের অবসান হতে চলেছে। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুত মেরকাতো জানিয়েছে মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরব, বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৭৮০ কোটি টাকা।
সংবাদমাধ্যমটি লিখেছে, সৌদি আরবের ফুটবলে খেলার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি গ্রহণ করেছেন।
এর আগে সৌদি আরবের এমন প্রস্তাবের খবর আগেই দিয়েছিলো বার্তা সংস্থা এএফপি। তাদের খবরে তখন বলা হয়েছিলো, মেসিকে ১ বছরের জন্য ৬০ কোটি ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। সেই প্রস্তাবে রাজি হয়ে এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছেন মেসি। সে সময় মেসির বাবা অবশ্য সেটিকে মিথ্যা খবর বলে উড়িয়ে দিয়েছিলেন।
এদিকে আর্থিক সংকটের বাধা থাকলেও, বার্সা-ন্যু ক্যাম্পে মেসির ফেরার ব্যাপারে আলোচনা করছেন জোরেশোরে। আর্জেন্টাইন মহাতারকা ফিরলে তাকে অধিনায়কের আর্মব্যান্ড দিতে চায় বার্সেলোনা, এমনটায় (২৭ মে) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদনে জানায়।
২০২১ সালে ফরাসি ক্লাবে যাওয়ার আগেও কাতালান জায়ান্টদের নেতৃত্ব দিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তার বিদায়ের পর সার্জিও বুশকেটস আর্মব্যান্ড পান। এদিকে বুশকেটস এই মৌসুমেই বার্সা ছেড়ে দিয়েছেন, এবং তার সাথে জর্ডি আলবাও ছেড়েছেন। ইতিমধ্যে এই দুই তারকার শিরোপার উল্লাসের দিন গার্ড অফ অনার দিয়েছে সতীর্থরা।
ফলে মেসি কাতালানে আসার দরজাটা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে, যদি না কোনো আর্থিক সমস্যা হয়ে থাকে ক্লাবটির। আর এর মধ্যে সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে এমন প্রস্তাব- নতুন গন্তব্য নিয়ে জল্পনা কল্পনা আরো বাড়লো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho