প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৩, ১১:৫৯ পি.এম
গুচ্ছের নতুন বর্ষের ক্লাস শুরু আগষ্টে : জবি উপাচার্য

আগামী আগস্ট মাসের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
শনিবার (৩ জুন) গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, আমরা একটা সেশন এগিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। দেরীতে ক্লাস শুরু করা নিয়ে প্রায়ই বদনাম হয়। গত বছর জানুয়ারির শেষ দিকে ক্লাস শুরু হলেও এবার জুলাই অথবা আগস্ট মাসের প্রথমেই আমরা ক্লাস শুরু করব। এতে করে আমরা প্রায় ছয় মাস এগিয়ে যাবো।
গেল বছরের গুচ্ছ পরীক্ষাপদ্ধতির নানান জটিলতার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ২/৩ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। আমরা কেন্দ্রীয় ভাবে চয়েজ ফর্ম দিব। এতে ভোগান্তি কমবে। কাউকে বিশ্ববিদ্যালয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। তাদের চয়েজ অনুযায়ী আমরা তাদেরকে সাবজেক্ট দিব। পরবর্তীতে শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে।
উল্লেখ্য, শনিবার ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত চলবে ঘন্টাব্যাপী এ পরীক্ষা ৯ হাজার ৮৭৫ টি আসনের জন্যে আবেদন করেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho