শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিদ্যুৎ খাতে লুটপাটের কারণে কয়লা-গ্যাস কিনতে পারে না সরকার–জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আজ দেশে বিদ্যুৎ নাই গরমে মানুষ দিশেহারা। জনগণ তো বিদ্যুৎ বিলের টাকা বাকি রাখে নাই তা হলে কয়লার টাকা বাকি কেন? সরকার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে মোটা অঙ্কের টাকা বিদেশে পাচার করছে। বিদ্যুৎ খাতে লুটপাটের কারণে কয়লা-গ্যাস কিনতে পারে না।

সোমবার (৫ জুন) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বর্ন্ধনপাড়ায় ঢাকা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, সরকার বিদ্যুৎ দেওয়ার কথা বলে বড় বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা বলে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। এতে বিদ্যুৎ উৎপাদন না করেও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা তাদের দেওয়া হয়েছে। দেশে বিদ্যুতের প্রয়োজন ১৪ হাজার মেগাওয়াট। অথচ আছে ২৪ হাজার মেগাওয়াট। তাহলে কেন এত লোডশেডিং হচ্ছে? এই বিদ্যুৎ যায় কোথায়? সরকার জনগণের টাকা, গরিবের টাকা বিদেশে পাচার করেছে। বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে এ অবস্থা হয়েছে।

বিরোধী দলীয় উপনেতা বলেন, দেশে এখন আইনের শাসন নেই। এমন কি রাষ্ট্রীয় স্তম্ভ জাতীয় পার্লামেন্ট কেও আওয়ামী লীগ বানিয়েছে। কয়েক দিন আগে আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা গর্বের সঙ্গে বলেন আমি চিপ জাস্টিসকে নামিয়ে দিয়েছি। এতে বুঝা যায় বিচার বিভাগ কোথায় গিয়ে দাঁড়িয়েছে।

ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান  সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য আলমগীর হোসেন লোটনসহ আরও অনেকে।

রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন সানিয়া মির্জা

বিদ্যুৎ খাতে লুটপাটের কারণে কয়লা-গ্যাস কিনতে পারে না সরকার–জিএম কাদের

প্রকাশের সময় : ১১:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আজ দেশে বিদ্যুৎ নাই গরমে মানুষ দিশেহারা। জনগণ তো বিদ্যুৎ বিলের টাকা বাকি রাখে নাই তা হলে কয়লার টাকা বাকি কেন? সরকার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে মোটা অঙ্কের টাকা বিদেশে পাচার করছে। বিদ্যুৎ খাতে লুটপাটের কারণে কয়লা-গ্যাস কিনতে পারে না।

সোমবার (৫ জুন) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বর্ন্ধনপাড়ায় ঢাকা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, সরকার বিদ্যুৎ দেওয়ার কথা বলে বড় বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা বলে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। এতে বিদ্যুৎ উৎপাদন না করেও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা তাদের দেওয়া হয়েছে। দেশে বিদ্যুতের প্রয়োজন ১৪ হাজার মেগাওয়াট। অথচ আছে ২৪ হাজার মেগাওয়াট। তাহলে কেন এত লোডশেডিং হচ্ছে? এই বিদ্যুৎ যায় কোথায়? সরকার জনগণের টাকা, গরিবের টাকা বিদেশে পাচার করেছে। বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে এ অবস্থা হয়েছে।

বিরোধী দলীয় উপনেতা বলেন, দেশে এখন আইনের শাসন নেই। এমন কি রাষ্ট্রীয় স্তম্ভ জাতীয় পার্লামেন্ট কেও আওয়ামী লীগ বানিয়েছে। কয়েক দিন আগে আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা গর্বের সঙ্গে বলেন আমি চিপ জাস্টিসকে নামিয়ে দিয়েছি। এতে বুঝা যায় বিচার বিভাগ কোথায় গিয়ে দাঁড়িয়েছে।

ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান  সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য আলমগীর হোসেন লোটনসহ আরও অনেকে।