প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৩, ১০:৫১ পি.এম
জবি অধ্যাপককে মারধরের ঘটনায় আটক ইউপি চেয়ারম্যান বহিষ্কার

খুলনার কয়রার উত্তরচক কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদে নিয়োগকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলামেকে অবরুদ্ধ ও মারধরের মামলার প্রধান আসামি আব্দুল্লাহ আল মাহমুদকে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে সামরিক বরখাস্ত করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা জেলার কয়রা উপজেলাধীন মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ কর্তৃক সংঘটিত কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ - এর ৩৪(৪) (খ) (ঘ) ধারার অপরাধ সংগঠিত করায় উল্লেখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, উত্তরচক কামিল মাদ্রাসার অধ্যাপক পদে নিয়োগ পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম অংশগ্রহণ করেন। নিয়োগে মাদ্রাসা কমিটির সভাপতি ও মহারাজপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের পছন্দের ব্যক্তিকে নিয়োগ না দেওয়ায় অধ্যাপক মোহাম্মদ নজরুল অসলামকে আটকে রেখে মারধর করে চেয়ারম্যান ও তার সহযোগীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho