প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৩, ১০:৫৪ পি.এম
ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এক স্কুল ছাত্রী কিশোর গ্যাং এর ছুরির আঘাতে আহত

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রী কে ধারালো চাকু কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
গতকাল (৬ জুন) মঙ্গলবার বিকেলে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের ধলডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী শিলখুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার তার দুই হাতে চাকু দিয়ে ক্ষত করা হয়েছে।
হামলায় অভিযুক্তরা হলো উপজেলার পশ্চিম ছাট গোপালপুড় এলাকার জহির উদ্দিন এর ছেলে কাজল(২১) ও উত্তর ছাট গোপালপুড় এলাকার মনজু মিয়ার ছেলে মাসুদ রানা। আহত স্কুল ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ছাত্রীর দাদি রহিমা বেগম জানায় তার নাতনি গতকাল বিদ্যালয় ছুটির পর সে হেঁটে বাড়ি ফিরছিল।
ধলডাঙ্গা বাজারের উত্তর পার্শে বীর মুক্তিযোদ্ধা আবু ইব্রাহিম মাস্টারের বাড়ির কাছে পৌঁছালে মাসুদ ও কাজল তাকে পথে আটকিয়ে প্রেমের প্রস্তাব দেয়। সে রাজি না হওয়ায় জোর করে কাজল ঐ ছাত্রীকে জাপটে ধরেলে সে চিৎকার করার চেস্টা করলে মুখ চেপে ধরে।
আবারও প্রেমের প্রস্তাব দিলে রাজি না হলে মাসুদ রানা পকেট চাকু দিয় এলোপাথাড়ি কোপ দেয়। মেয়েটি হাত দিয়ে বাধা দিলে তার হাত পরনে থাকা জামা স্কুল ব্যাগ কেটে যায়। মেয়েটি রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পরে গেলে তারা দুজন পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
অভিযুক্ত দের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আহত স্কুলছাত্রীর পরিবার শিক্ষক গন।
প্রত্যক্ষদর্শীরা জানায়,বিকেলে শিলখুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ড্রেস পরা এক ছাত্রীকে ছুরি দিয়ে রক্তাক্ত করে দুই যুবককে মটরসাইকেল দিয়ে পালিয়ে যেতে দেখেছে তারা। পরে রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন,ছাত্রীর দাদী বাদি হয়ে একটি মামলা করেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho