প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৩, ১১:০১ পি.এম
জবির রেজিস্ট্রার হিসেবে পুনরায় নিয়োগ পেলেন প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার হিসেবে পরবর্তী এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।
মঙ্গলবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের আদেশক্রমে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম এর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও ঐ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১৪ জুন থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক (১) বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে অর্থমন্ত্রণালয়ের গত ২৬ জানুয়ারি ২০১৬ সালে ০৭.০০.০০০০.১৭২.৩১.০০৪.১৩-০৭ সংখ্যক স্মারকের প্রজ্ঞাপন অনুসারে মাসিক বেতন নির্ধারিত হবে এবং তৎসহ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে অন্যান্য ভাতাদি ও সুবিধা প্রদান করা হবে।
উল্লেখ, ২০০৯ সালের ১৫ অক্টোবর প্রকৌশলী মো. ওহিদুজ্জামান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে যোগ দেন। আগামী ১৩ জুন তার অবসরে যাওয়ার কথা ছিল। তবে নতুন চুক্তিভিত্তিক নিয়োগের ফলে তার অবসর নেয়ার সময় আরও এক বছর পেছাল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho