প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৩, ১১:০৪ পি.এম
কুলু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

মৌলভীবাজারের রাজনগরে শাহাবুদ্দিন (৩৫) নামের এক অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত রজব আলীকে (২২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বিগত ৩রা জুন বিভিন্ন তথ্য ও আলামতের ভিত্তিতে রজব আলীকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন নামীয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রজব ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
রাজনগর থানা পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, গত ২৭ই মে সকালে উপজেলার টেংরা ইউনিয়নের হাজীনগর চা বাগান এলাকায় শাহাবুদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ।
একপর্যায়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়ের নেতৃত্বে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩রা জুন রজব আলীকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে এলে রজব আলী এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার মর্মে স্বীকারোক্তি দেন।
রজব আলীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৬ মে আনুমানিক রাত ৮টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার থেকে অটোরিক্সা চালক শাহাবুদ্দিনকে রাজনগর উপজেলার হাজীনগর চা বাগান এলাকায় আসার জন্য রজব ভাড়া করে।
সেখানে যাওয়ার পর রজব আলী তার সাথে থাকা দা দিয়ে অটোরিক্সা চালক শাহাবুদ্দিনের অটোরিক্সাটি ছিনতাইয়ের লোভে তাকে গলাকেটে হত্যার পর তার অটোরিক্সাটি সে মৌলভীবাজারে বিক্রি করে। পরে তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও অটোরিক্সা বিক্রির ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, বুধবার (৭ জুন) দুপুরে রজবের দেওয়া তথ্যমতে তাকে নিয়ে কুলাউড়ার ব্রাহ্মণবাজারের একটি দোকানে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধারের পর বিকেলে তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho