
বর্তমান সময়ে ক্রিকেটের পোস্টার বয় বলতে বিরাট কোহলিকে বোঝানো হয়। তারকা এ ব্যাটার মাঠ ও মাঠের বাইরে বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি শীর্ষে অবস্থান করছেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ২৫২ মিলিয়নের বেশি। এমনকি আয়ের দিক থেকে অন্য সব ক্রিকেটারকে ছাড়িয়ে গেছেন কোহলি। খবর এনডিটিভির।
স্টক গ্রোর ম্যাগাজিনে বলা হয়েছে, বিরাট কোহলির বার্ষিক আয় ১০৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার কোটি টাকার বেশি)। আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এমন সবার থেকে ওপরে অবস্থান করছেন তিনি।
আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলা এই তারকা চুক্তি অনুযায়ী প্রতি বছর ১৫ কোটি রুপি ঘরে তোলেন।
তবে কোহলির সবচেয়ে বেশি আয় হয় বিজ্ঞাপনী সংস্থা ও বিভিন্ন কোম্পানি দূত হিসেবে। তার সঙ্গে ব্লু ট্রাইব, ইউনিভার্সাল স্পোর্টসবিজ, এমপিএল ও স্পোর্টস কনভোর মতো প্রতিষ্ঠানের চুক্তি রয়েছে।
এছাড়া ১৮টি ব্র্যান্ড রয়েছে যাদের হয়ে বিজ্ঞাপনে কাজ করেন, যেখানে থেকে প্রতি প্রতিষ্ঠান থেকে বছরপ্রতি সাড়ে ৭ থেকে ১০ কোটি রুপি আয় করেন। এটি তাকে ভারতের বলিউড ইন্ডাষ্ট্রি ও ক্রীড়া তারকাদের মধ্যে সবচেয়ে ওপরে রেখেছে। ব্র্যান্ড এন্ড্রোসমেন্ট থেকে ১৭৫ কোটি রুপি আয় আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও আয়ের দিক থেকে দাপট দেখাচ্ছেন কোহলি। তিনি ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য ৮.৯ কোটি রুপি নেন। আর টুইটারে ২.৫ কোটি রুপি।
কোহলির মুম্বাইতে ও গুরুগ্রামে দুটি বাড়ি রয়েছে। যেগুলোর মূল্য যথাক্রমে ৩৪ ও ৮০ কোটি রুপি। এছাড়া দামি বেশ কয়েকটি গাড়ি রয়েছে, যেগুলোর মূল্য ৩১ কোটি।
এছাড়া কোহলির মালিকানায় রয়েছে এফসি গোয়া ফুটবল ক্লাব। যেটি ইন্ডিয়ান সুপার লিগে খেলে থাকে। আছে টেনিস ও প্রো-রেসিংল দলও।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho