প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৩:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৩, ৮:৩৩ পি.এম
কলারোয়ায় দুপুরে বিয়ে, রাতে আত্মহত্যা নববধূর!

কলারোয়ায় দুপুরে বিয়ের পর রাতে নববধূর আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামে বাবার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আত্মহত্যা করা ঊষা খাতুন (১৯) উপজেলার রঘুনাথপুর গ্রামের আমির আলি মেয়ে। ঊষার স্বামী সুমন হোসেন (২৪) কলারোয়া পৌরসভাধীন ঝিকরা গ্রামের আব্দুল ওয়াহেদ আলির ছেলে । সোমবার দুপুরে কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) অনীল মুখার্জি এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, রোববার দুপুরে উপজেলার রঘুনাথপুর গ্রামের আমির আলির মেয়ে ঊষা খাতুনের সঙ্গে সুমন হোসেনের বিয়ে হয়। বিয়ের পর সুমন তার নববিবাহিতা স্ত্রীকে বাবার বাড়ি রেখে নিজ বাড়িতে চলে যান। ওই দিন সন্ধ্যায় ঊষার সঙ্গে তার দাদির বচসা হয়। এরপর নিজ ঘরে গিয়ে ঊষা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এদিকে দুপুরে বিয়ে করে নববধূকে বাবার বাড়ি রেখে সন্ধ্যায় স্বামীর নিজ বাড়ি চলে যাওয়ার বিষয়টিতে বিস্মিত হয়েছেন অনেকেই। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, রোববার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ ঊষার স্বজনরা বলতে পারছেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসম্মতিতে বিয়ে হওয়ায় এমন কাজ করতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho