প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ১২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৩, ৯:৫৫ এ.এম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারকচুক্তি

শিক্ষা ও গবেষণার উন্নয়নে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারকচুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর সীমান্ত কনভেনশন হলে ১৭ জুন শনিবার বিকেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ইনভাইরনমেন্টাল রিসার্চের মধ্যে পাঁচ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ইনভাইরনমেন্টাল রিসার্চের সহকারী পরিচালক মিস রউফা খানম চুক্তিতে স্বাক্ষর করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইমেরিটাস ড. আইনুন নিশাত উপস্থিতিতে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ রিফাত-উর-রহমান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ইনভাইরনমেন্টাল রিসার্চের কোঅর্ডিনেটর মিস শারমিন নাহার নীপা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক প্রসঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন আধুনিক যুগে এককভাবে গবেষণা করা সম্ভব নয়। সুপরিকল্পিত গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে যৌথভাবে গবেষণার পরিসর বৃদ্ধি করা উচিত। তিনি আরও বলেন, আমাদের দেশে শিক্ষামন্ত্রণালয় এবং ইউজিসি সমঝোতার মাধ্যমে শিক্ষা-গবেষণার মান সমৃদ্ধ করতে উৎসাহ প্রদান করছে। আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে এবং গবেষণার কলেবরকে বিস্তৃত করার উদ্দেশ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতাস্মারক চুক্তি সম্পন্ন করেছি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইমেরিটাস ড. আইনুন নিশাত বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গবেষণার উদ্যোগকে আমরা স্বাগত জানিয়ে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছি। আমরা বিশ্বাস করি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যৌথভাবে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho