প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ১০:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৩, ৮:৫১ এ.এম
অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে শ্রীলংকা

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে উঠেছে ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলংকা দল। জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে ৯ জুলাই নেদারল্যান্ডসকে ১২৮ রানে হারিয়েছে তারা। এ নিয়ে টানা আট ম্যাচ জিতল শ্রীলংকা। দারুণ বোলিং করে ম্যাচসেরা হয়েছেন লংকান পেসার দিলহান মাদুশঙ্কা।
শ্রীলংকার করা ২৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেদারল্যান্ডস দলের ইনিংস থামে মাত্র ১০৫ রানে। উদ্বোধনী জুটিতে ভালো করলেও মিডল অর্ডারে দারুণ ধস নামে ডাচদের। লংকান পেসার ও স্পিনারদের খেলতেই পারেনি নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে ম্যাক্স ও ডাউডের ব্যাট থেকে। এ ছাড়া ফন বিক ২০ ও বিক্রমজিত সিং ১৩ রান উল্লেখ্যযোগ্য। আর কোনো ডাচ ব্যাটসম্যান দুই অংকের রান করতে পারেননি। শ্রীলংকার মহেশ থিকশানা ৪ উইকেট নিয়েছেন। তিনটি নেন মাদুশঙ্কা। দুটি পান ভানিদু হাসারাঙ্গা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho