
গণঅধিকার পরিষদের একাংশের প্রথম কাউন্সিলে সভাপতি হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আর সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদ খান। সোমবার রাত সোয়া ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়। দুপুর ১টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। মোট ভোটার ২১৬ ছিল বলে জানান তারা।
এদিকে গণঅধিকার পরিষদের আরেকটি অংশ ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। এই অংশের ১৩ সদস্যের প্রতিনিধি দল বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে সোমবার সন্ধ্যায় বৈঠক করেছে। এই অংশের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের নেতৃত্বে এ বৈঠক হয়। আগামী ১২ জুলাই বিএনপির কর্মসূচিতে যুগপৎ আন্দোলনে শামিল থাকবে গণঅধিকার পরিষদের ড. রেজা কিবরিয়ার অংশ। ওই দিন বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন দলটির নেতাকর্মীরা।
নুরদের কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নুরুল হক নুর, নাজমুস সাকিব, জাফর মাহমুদ ও বায়জিদ হোসেন। আর সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রাশেদ খান, বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান ও জিলু খান প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়া দলের উচ্চতর পরিষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে জয় লাভ করেন আবু হানিফ, বাকি বিজয়ী সদস্যরা হলেন, শাকিলউজ্জামান, হানিফ খান সজিব,শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, এডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, জসিম উদ্দিন। এতে প্রার্থী ছিলেন ১৮ জন। উচ্চতর পরিষদে ভোটার সংখ্যা ১২৬ জন ভোট পড়েছে ৮৩ বাতিল ২, মোট ভোট ৮১।
ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho