
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াগনার বাহিনীর কোনো অস্তিত্ব নেই। গত মাসে ওয়াগনার বাহিনীর বিদ্রোহ এবং নানা ঘটনার পর তিনি এ বক্তব্য দিলেন।
বৃহস্পতিবার রাতে পুতিন কোমানারস্যান্ট নামে এক সংবাদপত্রকে বলেন, দেশে বেসরকারি সামরিক সংস্থার কোনো আইন নেই। স্পষ্টতই এর (ওয়াগনার গ্রুপ) কোনো অস্তিত্ব নেই।
বিদ্রোহের ছয় দিন পর ২৯ জুন পুতিনের সঙ্গে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনসহ মোট ৩৫ জন কমান্ডার সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের ঘটনা তুলে ধরেন তিনি।
পুতিন সেদিন বলেছিলেন, তারা এক জায়গায় হয়ে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। তাদের জন্য কোনোকিছুই পরিবর্তন হবে না। একই ব্যক্তি তাদের নেতৃত্ব দেবেন।
যখন পুতিন এসব কথা বলছিলেন, তখন অনেকেই মাথা নাড়ছিলেন। কিন্তু ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিন এই ধারণাটি প্রত্যাখ্যান করেন এবং জবাবে বলেন, সেনারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত হবে না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho