
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সর্বশেষ টলিউডে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এ ছবি টানা ৬ সপ্তাহ পার করে সপ্তম সপ্তাহে এসেও দর্শক ধরে রেখেছে। দর্শকদের এমন আগ্রহ ও সাড়া এই অভিনেত্রীকে মুগ্ধ করেছে। এ প্রসঙ্গে জয়া বলেন, “দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের প্রতি ভালোবাসার শেষ নেই। যেভাবে ‘অর্ধাঙ্গিনী’র জন্য তারা সাড়া দিয়েছেন, সত্যিই কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, ‘ছবিটি মুক্তির পর থেকেই দর্শকরা প্রেক্ষাগৃহে আসছেন, প্রশংসা করছেন। সত্যিই মন ভরে গেছে। এ ছাড়া টানা ৬ সপ্তাহ দর্শকরা সিনেমাটির সঙ্গে ছিলেন। এখন সপ্তম সপ্তাহেও আছেন।’
নির্মাতা কৌশিক গাঙ্গুলির সঙ্গে এটি জয়ার তৃতীয় সিনেমা। এর আগে এই নির্মাতার ‘বিসর্জন’ ও ‘বিজয়া’তে কাজ করেছেন তিনি। ‘অর্ধাঙ্গিনী’তে জয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন, চূর্ণি গাঙ্গুলি, অম্বরীশ ভট্টাচার্য, পূরব শীল ও লিলি চক্রবর্তীর মতো গুণী অভিনয়শিল্পীরা। ২০১৯ সালে শুরু হয় এই সিনেমার শুটিং। নির্মাণকাজ শেষে দীর্ঘ চার বছর পর গত ২ জুন মুক্তি পায় ছবিটি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho