
আজ বুধবার ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন জোট নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা সাড়ে ৭টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।
সভায় আমন্ত্রিত নেতাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু অনুরোধ জানিয়েছেন।
কেন্দ্রীয় ১৪ দলের সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরিকদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠক করবেন। নির্বাচনি মেরুকরণ, প্রতিপক্ষ দলের আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার বিষয়টি থাকবে আলোচনায় এছাড়া শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা হবে।
আওয়ামী লীগের শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে এর আগেও গণভবনে বৈঠক হয়েছে শরিক দলের নেতাদের সঙ্গে। সেই বৈঠকে বর্তমান সরকারের শরিকদের মন্ত্রিসভায় না রাখার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগির বিষয় নিয়ে আলোচনা হলে কয়েকজন শরিক দলের নেতাদের মতের অনৈক্য সৃষ্টি হয়।
এরপরে শরিক দলের নেতারা বিভিন্ন জায়গায় সরকারের সমালোচনাও করেন। যার কারণে বর্তমান কেন্দ্রীয় ১৪ দলের নেতারা আগের তুলনায় মাঠের রাজনীতিতে সরব নেই।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে শরিকদের সঙ্গে নির্বাচনসহ সব বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সুরাহা হবে বলে আশাবাদী ১৪ দলের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho